জয়পুরহাটে দুই জন অফিসার ইনচার্জ কে বদলিজনিত বিদায় সংবর্ধনা

- আপডেট সময় : ০৭:৩৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে

মোঃ রুহুল আমিন পারভেজ
জেলা প্রতিনিধি জয়পুরহাট
জয়পুরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মোঃ শাহেদ আল মামুন, অফিসার ইনচার্জ, জয়পুরহাট থানা এবং মোঃ কাওসার আলী, অফিসার ইনচার্জ, পাঁচবিবি থানা এর বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার, মুহম্মদ আবদুল ওয়াহাব ।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অফিসার ইনচার্জ জয়পুরহাট সদর থানাসহ জয়পুরহাট জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে কর্মকর্তা ও কর্মচারীগণ বিদায়ী অতিথির বিভিন্ন কর্মদক্ষতার সাফল্য এবং সেইসাথে দীর্ঘদিন কাজ করার স্মৃতিচারণ করেন।
পরিশেষে জয়পুরহাট জেলা পুলিশের পক্ষ হতে বিদায়ী অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সৎ, নির্ভীক, পেশাদার ও দেশপ্রেমিক এই বিদায়ী পুলিশ কর্মকর্তাগণ জেলা পুলিশে কর্মরত সকলের অফুরন্ত অনুপ্রেরণা হয়ে থাকবে। জয়পুরহাট জেলা পুলিশের সকল সদস্য তাদের আগামীর পথচলা যেন সুখময় ও মঙ্গলময় হয় সেই প্রত্যাশা করে।