বাগেরহাটে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:০৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এ সমাবেশে বিএনপি দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও মুসলিম, হিন্দু, খ্রিষ্টান সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ এ সমাবেশে অংশ নেয়।
চিরুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি প্রধান সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম।
বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন হেফাজাত ইসলামের নেতা মাওলানা আঃ মাবুদুর রহমান, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শেখ শমসের আলী মোহন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক পিসি কলেজ ছাএ সংসদের সাবেক ভিপি জেলা ছাএদলের সফল সভাপতি খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির উদ্দিন মালেক,অধ্যাপক হাদিউজ্জামান হিরো, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলি, জেলা মহিলা দলের সভাপতি শাহীদা আক্তার, জেলা যুবদলের সাবেক নেতা জেলা জজ আদালতের সহকারী পিপি এ্যাডভোকেট সাজ্জাত হোসেন জেলা ছাএদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ সহ ইউনিয়ান বিএনপির নেতৃবৃন্দরা।
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম, এ, সালাম বলেন, ইসকন ইস্যুতে নানা ষড়যন্ত্র মোকাবেলা এবং যাতে এ নিয়ে সংখ্যালঘুদের মধ্যে কোন বিভেদ তৈরি না হয় সেই দিকে সবাইকে সতর্ক থাকার আহবান জানান। একইসঙ্গে দলমত নির্বিশেষে সাম্পদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নেয়ার আহবান জানান।