অপরাধমূলক কার্যক্রম বন্ধে তাহিরপুরে বিজিবির সচেতনতামুলক সভা
- আপডেট সময় : ১২:১৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
আমির হোসেন স্টাব রিপোর্টার
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচাররোধ, মাদকসহ বিভিন্ন পণ্য চোরাচালান এবং সীমানন্তে সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে জনসচেতনতামূলক সভা করে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি। সভায় অবৈধ অনুপ্রবেশ, আন্তর্জাতিক সীমা রেখায় শ্রমিক কর্তৃক অবৈধভাবে পাথর উত্তোলন, সীমান্তে শুন্য লাইনে গবাদী পশু না চরানো, নারী ও শিশু পাচার রোধকল্পে স্থানীয় জনসাধারণকে প্রেষণা প্রদান করা হয়।
শনিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট বিওপির আওতাধীন বড়ছড়া এলাকায় এই আয়োজন করে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন ।
সভায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট ও উত্তর বড়দল ইউনিয়নের চাঁনপুর বিওপি এলাকার জনসাধারণের অংশগ্রহণে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান কার্যক্রম বন্ধে, অবৈধ অনুপ্রবেশ, আন্তর্জাতিক সীমারেখায় শ্রমিক কর্তৃক অবৈধভাবে পাথর উত্তোলন, সীমান্তে শুন্য লাইনে গবাদি পশু না চড়ানো, নারী ও শিশু পাচার রোধ, মাদকদ্রব্যসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধের বিষয়ে সবাইকে সচেতন হবার আহবান জানান সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি। পরে সভায় উপস্থিত জনসাধারন যাতে সীমান্তে তাদের সকল অবৈধ পেশা পালটিয়ে অন্য পেশায় জীবনযাপনে লক্ষ্যে সীমান্তে বসবাসকারী মানুষের মধ্যে মাছ ধরার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
এসময় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম, অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং ট্যাকেরঘাট এলাকার গ্রামবাসী উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি বলেন, নিজেদের সন্তানদেরকে রক্ষায় মাদক নির্মূলে করতে ও একেই সাথে সরকারের রাজস্ব বঞ্চিত করে কয়লা, চুনাপাথর, কসমেটিক পাচারসহ সীমান্তে সকল চোরাচালান বন্ধে স্থানীয় এলাকাবাসী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আহবান জানান তিনি। তিনি আরও বলেন, সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন আর চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। কোনো ছাড় দেয়া হবে না।