মেহেরপুরে জাতীয় সমবায় দিবস পালিত
- আপডেট সময় : ১২:১৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ১২০ বার পড়া হয়েছে
মেহেরপুর প্রতিনিধি:
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে মেহেরপুরে জাতীয় সমবায় দিবস-২০২৪ পালিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর), বেলা ১১ টার দিকে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পতাকা উত্তোলন ও জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমবায় অফিসার প্রভাষ চন্দ্র বালার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) গাজী মূয়ীদুর রহমান,
পুলিশ পরিদর্শক বজলুর রহমান ও জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উপ-পরিচালক এ জে এম সিরাজুল মূনীর।
জেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষারের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক এনামুল হক, জেলা সমবায় দপ্তরের পরিদর্শক নুরুজ্জামান, তাঁত বিশেষজ্ঞ মাসুদ রানা, সহকারী পরিদর্শক সাইফুল রহমান ও জাহিদ হাসান উপস্থিত ছিলেন।
পরে মেহেরপুরের শ্রেষ্ঠ সমবায় সমিতির সদস্যদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এর মধ্যে ১ম পুরষ্কার আসলাম হোসেন, ২য় পুরষ্কার আঞ্জুয়ারা খাতুন ও ৩য় পুরষ্কার অর্জন করেন মনিরুজ্জামান।
মাজিদ আল মামুন
মেহেরপুর প্রতিনিধি