মেহেরপুর-কুষ্টিয়া সড়কে গাছ ফেলে আবারও ডাকাতি, আহত-২
- আপডেট সময় : ১২:১১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে আবারও গাছ ফেলে বেশ কয়েকটি যানবাহনে গণ ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (২ নভেম্বর), ভোর ৩ টার দিকে গাংনী উপজেলার আকুবপুর এলাকায় এ গণ ডাকাতির ঘটনা ঘটে।
ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাস, চাপাইনবয়াবগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা কয়েকটি ট্রাক, মাইক্রোবাস, রোগীবাহী এম্বুলেন্স ও ছোটখাটো বেশ কয়েকটি যানবাহনের যাত্রীদের কাছ থেকে মারধর, বোমা মারা ও অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় লক্ষাধিক টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায় ২০/২২ জনের ডাকাত দলের সদস্যরা।
এসময় যানবাহন থামাতে নারাজ হলে ডাকাত দলের সদস্যরা ট্রাক চালক মুজাহিদের (৩০) ডান হাত ও হেলপার হাসানের (২৫) বাম হাতে দেশীয় অস্ত্র দ্বারা কোপ দিয়ে তাদের রক্তাক্ত জখম করে আহত করেন। ঘটনায় একটি ট্রাক ডাকাত দলের হাত থেকে বাঁচতে পলায়নের চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে য়ায়।
ডাকাতির ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয়রা প্রথমে বামুন্দীর একটি ক্লিনিক পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
জানা যায়, ডাকাত দলের সদস্যরা সড়কের পাশের গাছ কর্তন করে সড়কের উপর ২ টি গাছ ফেলে বিভিন্ন যানবাহনে প্রায় ঘন্টাব্যাপী তান্ডব চালায়। এসময় ৯৯৯ এ পুলিশি সহায়তা পেতে ফোন করা হলে ডাকাতদল চলে যাবার পর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বলে জানান ট্রাক চালক আলাউদ্দিন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ায় পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। ডাকাত দলের সদস্যদের চিহ্নিত করে আটকের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে একই কায়দায় আকুবপুর এলাকায় আরও একটি ডাকাতির ঘটনা ঘটে। এছাড়াও গাংনী-হাটবোয়ালিয়া সড়কের ইঁকুড়ীতে ২০/২২ জনের মোটরসাইকেল থামিয়ে মারধর করে মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয় এবং হিন্দা-ভোমরদহ সড়কে একজন ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভকে দেশীয় অস্ত্র দিয়ে জখম করা হয়েছে।
তাছাড়া মাইলমারী গ্রামের কয়েকটি দোকানেও চুরিসহ বিভিন্ন এলাকায় অসংখ্য চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা সকলেরই জানা।
এলাকাবাসীরা জানান, শেখ হাসিনা পদত্যাগের পরপরই এসব অঘটনের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এহেন ঘটনায় জনমনে আতংক বিরাজ করছে। ইতিপূর্বে রাত ২ টার সময় সড়কে চললেও কোন সমস্যা না হলেও এখন সন্ধার পরে বাইরে বেরুতে বুক কাপে। সড়কে নিয়মিত পুলিশি টহল না থাকায় নাকি এমন ঘটনা বৃদ্ধি পেয়েছে। এমতবস্থায় প্রতি ৫/১০ মিনিট পরপর সড়কগুলোতে পুলিশি টহল জোরদারের দাবি সাধারণ মানুষসহ যানবাহন চালকদের।
মাজিদ আল মামুন
মেহেরপুর প্রতিনিধি