বটিয়াঘাটায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস-২০২৪ পালিত

- আপডেট সময় : ০৫:১৩:১০ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ৫০ বার পড়া হয়েছে

ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি ঃ
“দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ ” এই প্রতিপাদ্য-কে সামনে রেখে বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে গতকাল শনিবার সকাল ১০ টায় জাতীয় পতাকা ও সমবায়ের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন,আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা ধরনের কর্মসূচির মধ্যে দিয়ে স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পালিত হয়েছে । উপজেলা সমবায় কর্মকর্তা জান্নাতুননেছা’র সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ শাওন । উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সমবায়ী অবঃপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার নিখিল চন্দ্র রায় । সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সিনিয়র সাংবাদিক মোঃ মনিরুজ্জামান মনি,সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, সমবায়ী যথাক্রমে মোঃ মিজানুর রহমান সরদার,মোঃ রবিউল ইসলাম আঁকঞ্জী, মোঃ নজরুল ইসলাম বাচ্চু, মোঃ রবি,দীপংকর রায়, মোঃ খায়রুল ইসলাম, মোঃ নূরুল ইসলাম, মোঃ রবিউল শেখ, সুমন রায়, পল্লব মন্ডল, শিউলি বাছাড়, মল্লিকা ঢাকইদার সহ বটিয়াঘাটা ১৩৫ টি প্রাথমিক পর্যায়ের সমবায় সমিতি লিঃ এর সদস্যবৃন্দ । অনুষ্টানের পর্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে ।