কুড়িগ্রামে শসার বাম্পার ফলনের সম্ভাবনা
- আপডেট সময় : ১০:৫৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ইং ০৮:৩০ পিএম.
কুড়িগ্রামে এ বছর বন্যার ক্ষতি পুষে নিতে আগাম শীতকালীন সবজী শশা চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।কম খরচে লাভ বেশি থাকায় শসা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের।এ মৌসুমে আবহাওয়া অনুকূল ও বাজার দাম ভালো থাকলে শসা বিক্রি করে লাভবান হওয়ার আশা করছেন শসা চাাষিরা।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলা আগাম শীতকালীন সবজি চাষে অনান্য সবজির পাশাপাশি ৩শ২ হেক্টর জমিতে শসার চাষাবাদ হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা লাভবান হবে বলে জানান কৃষি অফিস।
ভোগডাঙা ইউনিয়নের চাষি মোঃ নুর ইসলাম জানান, এ বছর তিন বিঘা জমিতে আগাম শীতকালীন সবজি শসা চাষ করেছি।শসা চাষে ব্যয় হয়েছে বিঘা প্রতি মোট ১০-১২ হাজার টাকা।এখন পর্যন্ত মণ প্রতি ৪ হাজার দরে ২০ হাজার টাকার শসা বিক্রি করেছি। আবহাওয়া ভালো থাকলে আর গাছের রোগ ব্যাধি না হলে আশা করছি আরও কিছুদিন শসা বিক্রি করতে পারবো। কৃষক মোঃ রোস্তম আলী জানান, আমি এক বিঘা জমিতে শসা চাষাবাদ করেছি।
শসা চাষের নিয়মিত পরিচর্যা ও ওষুধ প্রয়োগ করেছি বলেছি বলে প্রচুর শসা উৎপাদন হয়েছে বাজারে শসার চাহিদা ভালো। আশা করছি এ মৌসুমে ৫০-৬০ হাজার টাকার শসা বিক্রি করতে পারবো।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, কুড়িগ্রাম জেলায় ৩শ২ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি শসার চাষাবাদ হচ্ছে। কৃষি অফিস থেকে চাষিদের সব সময় নির্দেশনা দেয়া হচ্ছে। আশা করছি এ মৌসুমে শসা চাষিরা লাভবান হবে।