চৌদ্দগ্রামে ১০ বছর পর গ্রামবাসীর সংবর্ধনায় সিক্ত বিএনপি নেতা তোফায়েল হোসেন জুয়েল
- আপডেট সময় : ০৫:২৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে
মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি।
চৌদ্দগ্রাম উপজেলার ২নং উজিরপুর ইউনিয়নে বিগত আ’লীগ সরকারের টানা ক্ষমতায় একাধিক বানোয়াট গায়েবী মামলা ও জেল জুলুমের শিকার হওয়া কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তোফায়েল হোসেন জুয়েল সুদীর্ঘ ১০ বছর পর নিজ এলাকায় আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে স্থানীয় এলাকাবাসী। গত ১৯ অক্টোবর শনিবার রাতে উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে গ্রামবাসীর এমন আয়োজনে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তোফায়েল হোসেন জুয়েল। জগমোহনপুর গ্রামের আব্দুল মান্নান সর্দারের সভাপতিত্বে ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মির্জা হিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জগমোহনপুর যুব সমাজের সদস্য সচিব সোহেল হাজারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন মজুমদার রুবেল, কালিকাপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কামাল হোসেন মিয়াজী, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সামছুল আলম, উজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বিল্লাল হোসেন, জগমোহনপুর গ্রামের সর্দার খোকন মিঞা, চৌদ্দগ্রাম উপজেলা যুবদল নেতা তুহিন, উপজেলা ছাত্রদল নেতা হাসান ইমাম জুয়েল, সোহরাব, উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা আক্তার হোসেন, কালিকাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা ইজাজ মাহমুদ সানিসহ উজিরপুর ও কালিকাপুর ইউনিয়নসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বরত নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।