এবিসি ন্যাশনাল নিউজ২৪ ইপেপার

ব্রেকিং নিউজঃ
জয়পুরহাট জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা ২০২৫ এর দ্বিতীয় দিনের কার্যক্রম সমাপ্তি বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রক্রিয়া শুরু বগুড়ায় করতোয়া দখলমুক্ত অভিযানে গ্লাস ফ্যাকটি উচ্ছেদ :পরদিন সংবাদ সম্মেলনে প্রতিবাদ বিসিএলের বগুড়ায় শ্যামলী পরিবহনের ধাক্কায় আটোচালক নিহত এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথম দিনে বগুড়ায় অনুপস্থিতি ৪৫৭ জন বগুড়া শিবগঞ্জের কুয়েত প্রবাসীর বসত বাড়ীর যাতায়াতের রাস্তায় ব্যারিকেট শিবগঞ্জের দেউলী ইউপির প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীরের পাল্টা সংবাদ সম্মেলন বগুড়ার গাবতলীতে প্রধান শিক্ষককে অবরুদ্ধ ও লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন পালিত বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বগুড়ায় শ্রুতিলেখকের সাহায্যে এসএসসি পরীক্ষা দিলেন রাতুল

তাহিরপুর টাঙ্গুয়ার হাওরে গোসল করতে গিয়ে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

আমির হোসেন স্টপ রিপোর্টার::
  • আপডেট সময় : ১০:০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে

আমির হোসেন স্টপ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ, আনসার সদস্যদের ৩ঘণ্টা খুঁজাখুঁজি পর লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি ঢাকা জনতা ব্যাংকের কর্পোরেট শাখার প্রিন্সিপাল অফিসার আলী আহসান (৪০)। তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার সরাফ রাজ মিয়ার ছেলে।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় নিখোঁজের লাশ উদ্ধার করা হয়। এর আগে দুপুর দেড়টায় ওয়াচ টাওয়ার এলাকাতেই নিখোঁজ হন এই কর্মকর্তা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পর্যটক বাহিনী বিলাসী হাউজবোট নামে একটি হাউজবোটে হাওরের সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন ব্যাংকে কর্মরত ৩৪ জন কর্মকর্তা টাঙ্গুয়ার হাওরে আসেন। দুপুরে হাউসবোট থেকে নেমে ছোট নৌকায় করে ওয়াচ টাওয়ার এলাকায় ঘুরতে যান কয়েকজন। এসময় হাওরে ঘুরতে আসা অন্যান্য পর্যটকদের মতো আলী আহসান পানিতে গোসল করতে নামেন। তবে তিনি লাইফ জ্যাকেট পরেন নি। গোসল করার একপর্যায়ে ডুবে যান আলী আহসান। পরে তার সঙ্গী, অন্যান্য পর্যটক ও স্থানীয়রা অনেক খুঁজাখুঁজি করে। খবর পেয়ে পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌছায়। অনেক খুঁজাখুঁজির পর প্রায় তিন ঘণ্টা পর আলী আহসানের লাশ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, অনেক খুঁজাখুঁজির পর বিকাল সাড়ে ৪টায় নিখোঁজের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ থানায় আনা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে সুনামগঞ্জ মর্গে পাঠানো হবে।

শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন

তাহিরপুর টাঙ্গুয়ার হাওরে গোসল করতে গিয়ে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

আপডেট সময় : ১০:০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

আমির হোসেন স্টপ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ, আনসার সদস্যদের ৩ঘণ্টা খুঁজাখুঁজি পর লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি ঢাকা জনতা ব্যাংকের কর্পোরেট শাখার প্রিন্সিপাল অফিসার আলী আহসান (৪০)। তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার সরাফ রাজ মিয়ার ছেলে।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় নিখোঁজের লাশ উদ্ধার করা হয়। এর আগে দুপুর দেড়টায় ওয়াচ টাওয়ার এলাকাতেই নিখোঁজ হন এই কর্মকর্তা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পর্যটক বাহিনী বিলাসী হাউজবোট নামে একটি হাউজবোটে হাওরের সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন ব্যাংকে কর্মরত ৩৪ জন কর্মকর্তা টাঙ্গুয়ার হাওরে আসেন। দুপুরে হাউসবোট থেকে নেমে ছোট নৌকায় করে ওয়াচ টাওয়ার এলাকায় ঘুরতে যান কয়েকজন। এসময় হাওরে ঘুরতে আসা অন্যান্য পর্যটকদের মতো আলী আহসান পানিতে গোসল করতে নামেন। তবে তিনি লাইফ জ্যাকেট পরেন নি। গোসল করার একপর্যায়ে ডুবে যান আলী আহসান। পরে তার সঙ্গী, অন্যান্য পর্যটক ও স্থানীয়রা অনেক খুঁজাখুঁজি করে। খবর পেয়ে পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌছায়। অনেক খুঁজাখুঁজির পর প্রায় তিন ঘণ্টা পর আলী আহসানের লাশ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, অনেক খুঁজাখুঁজির পর বিকাল সাড়ে ৪টায় নিখোঁজের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ থানায় আনা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে সুনামগঞ্জ মর্গে পাঠানো হবে।

শেয়ার করুন