গোপালগঞ্জে শীতের আগমন উপলক্ষে ব্যস্ত সময় পার করছে গাছিরা

- আপডেট সময় : ০৭:৫৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
গোপালগঞ্জে শীতের আগমন উপলক্ষে ব্যস্ত সময় পার করছে গাছিরা
হিমেল হাওয়ায় সকালের কুয়াশায় জানান দিচ্ছে শীতের উপস্থিতি। আশ্বিনের শেষে গোপালগঞ্জের জনপদে খেজুর গাছে গাছে গাছিরা রস সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে গাছিরা । আর ১/ ২ সপ্তাহের মধ্যেই গাছ থেকে রস সংগ্রহে শুরু করবে এমনটাই বলছেন গাছিরা।
গ্রাম বাংলার খেজুর গাছ থেকে আর মাত্র ১/২ সপ্তাহ খনেক পর রস সংগ্রহ শুরু হলে কার্তিক মাস থেকে এই খেজুর গাছের রস সংগ্রহ করে লালি ও গুড় তৈরির কার্যক্রম চলবে প্রায় মাঘের শেষ পর্যন্ত। খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি গোপালগঞ্জ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে এ দৃশ্য চোখে পড়তে শুরু করেছে
প্রকৃতিতে এখন ঋতুবদলের আয়োজন। শরৎ শেষে হেমন্ত নামছে। এরপর শীতকাল। কিন্তু এখনই প্রকৃতি যেন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।
শিশির ভেজা সবুজ ঘাসের ওপর ভোরের সূর্যের আলো হালকা লালচে রঙয়ের ঝিলিক দেখা গেছে। দূর থেকে দেখলে মনে হয় ঘাসের মাথায় যেন মুক্তোর মতো শিশির কণা জমে আছে। সারদিনের তীব্র গরম শেষে গভীর রাত থেকে শুরু হচ্ছে হালকা হিমেল হাওয়া, সঙ্গে নামছে হালকা কুয়াশা। শীতকে ঘিরে সক্রিয় হচ্ছে গ্রাম অঞ্চলের পিঠাপুলির দোকানগুলো।