মানবিক ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শ্রী মিতুন কুমার দে

- আপডেট সময় : ০১:১৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
আজ দুপুরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের ফলতা থানার বাসুদেব পুর এলাকায় একটি মুখ ব্যাধির শিশুদের আশ্রমে, ছোট্ট শিশুদের মুখে হাঁসি ফোঁটাতে এগিয়ে এলেন ডায়মন্ড হারবার পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার শ্রী মিতুন কুমার দে। তিনি ছোট্ট শিশুদের জন্য জামা কাপড় এবং অন্যান্য সামগ্রী বিতরণ করেন। এবং মুখ ব্যাধির শিশুদের আশ্রমে ছোট্ট শিশুদের মুখে খাদ্য বিতরণ করেন। এবং শুভ বিজয়ার শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করেন।সেই সঙ্গে তাদের সাথে আড্ডা দিতে দেখা যায়। তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। তাদের পাশে দাঁড়াতে সবধরনের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। এমন মানবিক সাহায্য পুলিশ অফিসার পশ্চিম বাংলায় বর্তমানে, দরকার।এর আগে ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ আধিকারিক থাকার সময় শক্ত হাতে দুষ্কৃতকারীদের দমন করতে দেখা যায়। এবং জেলার আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য সবধরনের সহযোগিতা করছেন।আজ দুস্থ মুখ ব্যাধির শিশুদের আশ্রমে ছোট্ট শিশুদের মুখে হাঁসি ফোঁটাতে আসেন। এবং তাদের সাথে দীর্ঘ সময় কাটিয়ে দেন।।