ময়মনসিংহে সাংবাদিকের উপর হামলা ও গ্রেফতার ০১
- আপডেট সময় : ১২:১৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি।
যমুনা টিভির ময়মনসিংহ ব্যুরোচীফ হোসাইন শাহিদ ও ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেনের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। হামলায় ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেনের ডান হাত ভেঙে ফেলা হয়। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দেলোয়ার হোসেন চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় আলিফ ইমরান (২৫) আটক করেছে পুলিশ। সে নগরের পাট গুদাম ব্রিজ মোর এলাকায় শফিকুল ইসলাম এর ছেলে।
গত বুধবার ৯ অক্টোবর সকাল সাড়ে ১১ টার সময় পাটগুদাম এলাকার ভৈরব রেল ক্রসিং রেলওয়ে নিউ কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায় সকাল সাড়ে ১১ টার দিকে সংবাদ সংগ্রহের কাজে যমুনা টিভির ব্যুরো চীফ হোসাইন শাহিদ ও ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেন মোটরসাইকেল যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। পাট গুদাম এলাকায় ভৈরব রেল ক্রসিং রেলওয়ে নিউ কলোনি এলাকায় পৌঁছালে এক যুবক তাদের উপর হামলা চালায়।
হোসাইন শাহিদের মাথায় রেললাইনের পাথর দিয়ে আঘাত করে।তারপর ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেনের উপর হামলার সময় তার কানেও হাতে কামড় দেয় ও পিটিয়ে ডানহাতে গুরুত্বর জখম করে হাত ভেঙে ফেলে।স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ খবর পেয়ে পৌঁছে ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন হামলাকারী কে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।