বোদায় মালকাডাঙ্গা সীমান্তে অনুপ্রবেশ দায়ে আটক-৫ পঞ্চগ ড় জেলা প্রতিনিধি,
- আপডেট সময় : ০৯:৩৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
মোঃ খাদেমুল ইসলাম:
পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার রাতে বড়শশী ইউনিয়নের শুয়েরপাড় সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করে বিজিবি। পরে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাঁদের বোদা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নীলফামারীর ডোমার উপজেলার নয়নি বাকডোগড়া এলাকার নন্দকিশোর রায় (৪৫) ও তাঁর ছেলে পরিমল রায় (২১); একই উপজেলার বোরাগাড়ি নৌদাবস এলাকার নিত্যানন্দ রায় (২১), সঞ্জয় চন্দ্র (১৯) ও কল্যাণ রায় (২৪)।
বিজিবির ভাষ্য, গত রাত পৌনে আটটার দিকে শুয়েরপাড় এলাকার শূন্যরেখার প্রায় ১০০ গজ (বাংলাদেশ) ভেতরে ওই পাঁচ বাংলাদেশিকে ভারতের অনুপ্রবেশের চেষ্টার সময় আটক করে বিজিবি। তাঁরা বিজিবির জিজ্ঞাসাবাদে জানান, মনোয়ার হোসেন নামের স্থানীয় এক দালালের সহায়তায় সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ জন্য তাঁরা ওই দালালকে নগদ অর্থও দিয়েছেন। তবে তাঁদের আটকের সময় ঘটনাস্থলে ওই দালালকে খুঁজে পায়নি বিজিবি।
এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা জানান, সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে আছে। অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্কতা এবং কঠোরতা প্রদর্শন করা হবে।