আওয়ামী লীগকে কেন্দ্র করে মিছিল করেন যুবদল ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা
- আপডেট সময় : ০৯:১৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
এস এম এ গোফরান
স্টাফ রিপোর্টার :-
বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নে সাকরাল মডেল বাজারে আওয়ামী লীগকে কেন্দ্র করে মিছিল করেন, বড়াকোঠা ইউনিয়ন যুবদল নেতা মোঃ সবুজ ঢালির নেতৃত্বে অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এ মিছিল করা হয়।
আজ (৬ অক্টোবর) রবিবার সন্ধ্যা ৬:৪৫ মিনিটে সাকরাল মডেল বাজার চৌরাস্তায় এ মিছিল করা হয়া।
এ সময় মিছিলে নেতৃত্ব দেন বাড়াকোঠা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, ও বাড়াকোঠা ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটার মোঃ খোকন সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
এ মিছিল শেষ হওয়ার কিছুক্ষণ পর-ই নেতাকর্মীদের মাঝে হঠাৎ করেই হাতা-হাতির ঘটনা ঘটে, তখন এ বিষয়ে গোপন এক সূত্রে জানা যায় নিজেদের ভিতর কথা বাগ বিতর্কের জের ধরে এ হাতা-হাতির সৃষ্টি হয়।
তখন ঘটনা স্থানে উপস্থিত ভাবে ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ আল আমিন তাদের থামিয়ে দেয়ার চেষ্টা করেন। এসময় হঠাৎ করে মোঃ রিয়াজ হাওলাদার (২০) নামের স্থানীয় যুবক এসে শ্রমিক দলের সভাপতি মোঃ আল আমিন কে ধাক্কা দিন।
এই গোপন সূত্রে জানা যায় এ ঘটনার সাথে জড়িতদের নাম মোঃ সবুজ ঢালি যুবদলের নেতা, মোঃ তাইজুল ইসলাম সাবেক কোথায় ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক, ও মোঃ খোকন বড়াকোঠা ইউনিয়ন বিএনপি’র সাবেক সেক্রেটারি, এদের নাম উঠে আসে।