দৌলতপুর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জহুরুল ও যুবলীগের বাচ্চু আটক।
- আপডেট সময় : ১১:৪৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
দৌলতপুর প্রতিনিধি, কুষ্টিয়া।
দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহুরুল ইসলাম ও যুগ্ম সম্পাদক বখতিয়ার রহমান বাচ্চুকে আটক করেছে র্যাব। শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে দৌলতপুর থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দৌলতপুর বাজার থেকে শুক্রবার রাত এগারোটার দিকে উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহুরুল ইসলামকে আটক করে কুষ্টিয়া র্যাবের সদস্যরা। আটককৃত জহুরুল ইসলাম ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব এর দুলাভাই। সে কারণে জহরুলকে ছাড়িয়ে নিতে সজীব ছাত্রদল ও দৈনিক দিনকাল পত্রিকার প্রভাব দেখিয়ে দুলাভাইকে ছাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছিল বলে একটি সূত্রে জানা গেছে। কিন্তু শেষ পর্যন্ত তাকে ছাড়ানো সম্ভব হয়নি।
এদিকে একই রাতে উপজেলার শীতলাইপাড়া নিজ বাড়ি থেকে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান বাচ্চুকে আটক করে র্যাব।
ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকার সময় এলাকার বিভিন্ন জায়গায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন আটককৃত দুজন । শ্যালক ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে থাকায় আওয়ামী লীগের সময় নানা অপকর্ম করে দাপটে চলাফেরা করতো এবং ৫ আগস্টে পট পরিবর্তনের পরেও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জহুরুল ইসলামের দাপট অব্যাহত ছিল। আটককৃত দুজনই স্বৈরাচার হাসিনা সরকারের পক্ষ নিয়ে বর্তমান তত্ত্বাবধায় সরকারের নানা বিষয়ে কটুক্তি ও সমালোচনা করে বেড়াতেন। দুজন গ্রেপ্তার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। শনিবার আটককৃতদের সোপর্দ করার পর জেল হাজতে প্রেরণ করেছে আদালত।