৫-১ গোলের বড় ব্যবধানে নবাবগঞ্জ দল চ্যাম্পিয়ন
- আপডেট সময় : ১১:৪৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে
শফিক ইসলাম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
০৪.১০.২০২৪ ইং শুক্রবার
দিনাজপুর বালুবাড়ি মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠে
কাউন্সিলর কাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো।
নবমতম বারের মত ১৬ টি দল নিয়ে গঠিত ৭ নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় হাজারো দর্শকের উপস্থিতিতে একটি চমৎকার উপভোগ্য ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালকের একাধিক বিকর্কিত সিদ্ধান্তের কারনে বিলম্বিত হলেও যশাই মোড় খেলোয়াড় একাদশের ক্যাপ্টেনের উদার মানুষিকতায় আজকের চূড়ান্ত খেলায় দাউদপুর ফুটবল একাডেমি নবাবগঞ্জ ৫-১ গোলের বিশাল ব্যবধানে তাদের প্রতিদ্বন্দ্বী পার্বতীপুর যশাই মোড় কে বিধ্বস্ত করে দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বিজয়ী দলের আরিফ একাই তিনটি গোল করে ম্যান অব দ্যা ফাইনাল এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়ে দশ হাজার টাকা প্রাইজ মানি গ্রহণ করে। টূর্ণামেন্টের সেরা গোলকিপার নির্বাচিত হয় যশাই মোড় দলের নির্ভর প্রতিক গোলকিপার আসাদুল। একক কৃতিত্বের কারনে তার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন।
খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন- দিনাজপুর শিল্প ও বাণিক সমিতির সভাপতি জনাব রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম। বিশেষ ছিলেন- দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের দন্ত বিভাগের প্রধান ডাঃ অলি আহাদ, দিনাজপুর শিল্প ও বণিক সমিতির পরিচালক মোস্তফা কামাল মিলন, টুর্নামেন্টের আয়োজক পরিচালক রেহাতুল ইসলাম খোকা, টুর্নামেন্টের আহবায়ক আলহাজ্ব সৈয়দ সপু আহমেদ সদস্য সচিব, মোঃ নাসিম,দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রেজা চৌধুরী, মোঃ আপেল, মোঃ রাসেল প্রমুখ।
আজকের ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন- দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দিনাজপুর ফুটবল এসোসিয়েশনের সভাপতি জনাব গোলাম নবী দুলাল,
খেলা পরিচালনা করেন রেফারি ওবায়দুর রহমান, সহকারী মোস্তাফিজুর রহমান বিপ্লু ও সুজিত রায় চতুর্থ রেফারী মোঃ বেলাল হোসেন।
ABC NEWS এর পক্ষ থেকে- অভিনন্দন নবাবগঞ্জ দাউদপুর ফুটবল একাডেমির সকল খেলোয়াড় কর্মকর্তা দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীদের।