কুড়িগ্রামে বাংলাদেশ এক্স ক্যাডেটস এ্যাসোসিয়েশন বেকা-এর উদ্যোগে বন্যার্তদের ত্রাণ বিতরণ
- আপডেট সময় : ০৩:১৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে
বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের রসুলপুর গ্রামে বাংলাদেশ এক্স ক্যাডেটস এ্যাসোসিয়েশন জাতীয় নির্বাহী পরিষদ ও রংপুর ইউনিট এর যৌথ ব্যবস্থাপনায় বন্যায় দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টায় ত্রাণ পরিবহনে রংপুর কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি তাদের এ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করেন। চাল, ডাল, আলু, চিড়া মুড়ি প্যাকেটজাত করে বন্যা দুর্গতদের বিতরণকালে বেকা রংপুর ইউনিটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা ; অর্থ সম্পাদ আহসানুর রহমান মিঠুন; প্রচার সম্পাদক আব্দুর রহমান মিন্টু; কার্যকরী কমিটির সদস্য আসাদুজ্জামান বাতেন; গোলাম মোস্তফা রাঙ্গা; রফিকুল ইসলাম; সুশান্ত কুমার বর্মন; মোহাম্মদ জুয়েল আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় স্থানীয় ভাবে ত্রাণ বিতরণে সহযোগিতা করেন পাচগাছী দাখিল মাদ্রাসা শিক্ষক মাওলানা মমিনুল ইসলাম, ঘোগাদহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোখলেছুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।