মুডা জমি কেলেঙ্কারি তে পাল্টা চাল সি বি আই কে দিলেন কর্নাটক রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামইয়া
- আপডেট সময় : ০৭:২০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
আজ ভারতের দক্ষিণ রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামইয়া মুডা জমি অধিগ্রহণ কেলেঙ্কারি নিয়ে পাল্টা চাল দিলেন সি বি আই কে। কারণ তার ও স্ত্রী পার্বতী বিরুদ্ধে কর্নাটক রাজ্যের মাইসুর পৌরসভার অধীনে অল্প পয়সার বিনিময়ে মুডা জমি দখল ও কেনা বেচা নিয়ে সি বি আই তদন্তের নির্দেশ দেন কর্নাটক রাজ্যের হাইকোর্ট। সেই রায়ের সম্মতি দিয়েছে কর্নাটক রাজ্যের রাজ্যপাল। এবার যখন সি বি আই তদন্তের মুখোমুখি হতে হবে কর্নাটক রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামইয়া কে। ঠিক তখনই সি বি আই কে চাপে রাখতে পাল্টা চাল দিলেন। তিনি বলেন ১৯৪৬, সালে ৬, নাম্বার ধারা দিল্লীর অনুযায়ী কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বিরুদ্ধে তদন্ত করতে গেলে সেই রাজ্যের সম্মতি ছাড়া তদন্ত করতে পারে না।তা ছাড়া তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এই মামলার রায়ে র বিরুদ্ধে তিনি ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের কাছে আপিল দায়ের করেছেন। কারণ কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বিরুদ্ধে যদি সি বি আই তদন্ত শুরু করে, তাহলে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কে পদত্যাগ করতে হবে।তাই কর্নাটক রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামইয়া নিজের রাজনৈতিক ভবিষ্যৎ ও কর্নাটক রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ার বাঁচাতে সি বি আই বিরুদ্ধে মামলা দায়ের করেন। তিনি উল্লেখ করেন যে, ভারতের জাতীয় কংগ্রেস যখন কেন্দ্রীয় সরকার গঠন করে, তখন বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে সি বি আই কে তদন্ত করতে নির্দেশ দেন কেন্দ্রীয় সরকার। তখন ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সি বি আই কে বলেছিল যে সি বি আই হল তোতা পাখি। তাকে কেন্দ্রীয় সরকার যে ভাবে শিখিয়ে দেবে সেই ভাবে বুলি পড়বে।সি বি আই তদন্ত নিয়ে তখন কটাক্ষ করে বিজেপি নেতৃত্ব। কিন্তু আজ সেই বিজেপি নেতৃত্বধীন সরকার কেন্দ্রীয় সরকার গঠন করেছে।তাই তারা অবিজেপি ও ভারতের জাতীয় কংগ্রেস সরকার বিপাকে ফেলতে চায় বিজেপি।তাই তারা সি বি আই কে কাজে লাগিয়ে ভারতের জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন কর্নাটক রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামইয়া কে বিপদে ফেলতে উঠেপড়ে লেগেছে।