গোবিন্দগঞ্জে দুর্বৃত্তর আঘাতে আশঙ্কাজনক মুক্তিযোদ্ধা খগেন্দ্রনাথ
- আপডেট সময় : ০৬:২৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৫৮ বার পড়া হয়েছে
গোবিন্দগঞ্জে দুর্বৃত্তর আঘাতে আশঙ্কাজনক মুক্তিযোদ্ধা খগেন্দ্রনাথ
মোঃ জাফর ইকবাল রানা গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ বাসায় দুর্বৃত্তের ধারালো বটির আঘাতে আশঙ্কাজনক অবস্থায় এক মুক্তিযোদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শনিবার (২১ সেপ্টেম্বর, ২০২৪) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের দিনগত মাঝরাতে পৌরসভার ৬নং ওয়ার্ডের ঝিলপাড়াস্থ নিজ বাসায় হত্যার উদ্দেশ্যে করা দুর্বৃত্তের হামলায় রক্তাক্ত জখম হন অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বীরমুক্তিযোদ্ধা খগেন্দ্রনাথ প্রামাণিক (৭২)। পরে প্রতিবেশিরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তার দুই ছেলে চাকরির সুবাদে বগুড়ায় পরিবার নিয়ে অবস্থান করায় গোবিন্দগঞ্জের বাসায় তিনি একাই থাকতেন।
প্রতিবেশিরা জানান, আজ তাকে বাসায় একা পেয়ে সেই সুযোগে মাঝরাতে দরজায় শব্দ করায় পরিচিত ভেবে দরজা খুলে দিলে তাৎক্ষণিক এক দুর্বৃত্ত তার ঘরে ঢোকে। পরে দু’জনের ধস্তাধস্তির একপর্যায়ে ঘরে থাকা ধারালো বটির উপর্যুপরি আঘাতে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে যান খগেন্দ্রনাথ। এসময়কার চিৎকার-চেচামেচির শব্দে প্রতিবেশিরা এগিয়ে আসার আগেই দুর্বৃত্ত পালিয়ে যায়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার (ভারপ্রাপ্ত) ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে।
মোঃ জাফর ইকবাল রানা
গোবিন্দগঞ্জ গাইবান্ধা