ট্রেন হতে ১৭৫ বোতল ফেনসিডিলসহ দুইজন আটক
- আপডেট সময় : ০৯:২০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
ভ্রাম্যমাণ প্রতিনিধি – গত ১৯/০৯/২০২৪ খ্রিঃ মুন্সিগঞ্জ রেলওয়ে ষ্টেশনে ২৫ নং আপ নকশীকাঁথা ট্রেনে ভোর ০৪.০০ ঘটিকায় চলন্ত ট্রেনে গোপন সংবাদেরে ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে এসআই(নিঃ) মোঃ মাসুদ রানা, ইনচার্জ, চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ী, পোড়াদহ রেলওয়ে থানা, খুলনা রেলওয়ে জেলা, সঙ্গীয় ফোর্স মোঃ শাহ জামাল হক ও টিজি ডিউটিরত মোঃ মুতুর্জা আলী, বনমালী রায়দ্বয় এর সহায়তায় ধৃত মাদক কারবারী ১। মোঃ নাঈম (২১) পিতা-মৃত আবুজার, সাং-সেনেরহুদা,থানা-জীবননগর, জেলা-চুয়ডাঙ্গা স্কুল ব্যাগের মধ্যে ৮৯ (উননব্বই) বোতল আমাদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল (কোডিন মিশ্রিত মাদকদ্রব্য) মাদক কারবারী ২। মোঃ শিমুল (১৮) পিতা-মোঃ সোহেল রানা, সাং-সেনেরহুদা,থানা-জীবননগর, জেলা-চুয়ডাঙ্গা তাহার নিকট হতে স্কুল ব্যাগের মধ্যে ৮৬ (ছিয়াশি) বোতল আমাদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল (কোডিন মিশ্রিত মাদকদ্রব্য) জব্দ করা হয়। ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনীর ১৪(গ) ধারার অপরাধ করিয়াছে। ধৃত মাদক কারবারীদের আটক করত: কুষ্টিয়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যার মামলা নম্বর ১।