মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) জীবন, কর্ম ও শিক্ষার উপর চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা
- আপডেট সময় : ০৬:৩৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
পবিত্রঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) জীবন, কর্ম ও শিক্ষার উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবাগত জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।
সহকারী কমিশনার আমিনুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় হজরত মুহাম্মদ (সাঃ) এর জীবন, কর্ম ও শিক্ষার উপর স্বাগত বক্তব্য রাখেন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা।
হজরত মুহাম্মদ (সাঃ) এর জীবন, কর্ম ও শিক্ষার উপর বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত পুলিশ সুপার নুরুজ্জামান, জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মুক্তার আলী, নিচুধুমি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওয়াহিদসহ অন্যরা।
উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা, জেলা তথ্য অফিসার আহাদ আলীসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ এবং বিভিন্ন মসজিদের ইমামগণ।