ব্রেকিং নিউজঃ
বটিয়াঘাটায় নবাগত ইউএনও হিসেবে যোগদান করছেন দামুড়হুদার ইউএনও রোখসানা লিলি।
ইন্দ্রজিৎ টিকাদার বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধিঃ
- আপডেট সময় : ১০:৫১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ ৩৮০ বার পড়া হয়েছে
বটিয়াঘাটা উপজেলার নবাগত নির্বাহী অফিসার হিসেবে যোগদান করতে যাচ্ছেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোখসানা লিপি । গতকাল বৃহস্পতিবার বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করতে যাওয়া যশোর জেলার চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা’র বদলীর আদেশ স্থগিত হয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নির্বাহী অফিসার রোখসানা লিপি-কে পদায়ন করা হয়েছে বলে জানা গেছে । তিনি বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান’র স্থলে যোগদান করবেন । বর্তমানে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত হিসেবে দায়িত্বে আছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান । তিনি নবাগত উপজেলা নির্বাহী অফিসার রোখসানা লিপি যোগদান না করা পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব হিসেবে নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে ।