ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় রুপপুর প্রকল্পের ১ শ্রমিক নিহত,আহত ২

- আপডেট সময় : ০৫:১৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ৯১ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সাইফুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক নিহত ও ২ জন মারাত্মক আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৭ আগষ্ট) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল নাটোরের লালপুর উপজেলার হাজিরহাট ভবানীপুর পশ্চিমপাড়া গ্রামের মকবুল হোসেন এর ছেলে এবং প্রকল্পের রইন ওয়ার্ল্ড কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, নিহত সাইফুল ইসলাম সহ ৩ জন মোটর সাইকেল যোগে রুপপুর প্রকল্পে যাচ্ছিলেন, পথিমধ্যে ঈশ্বরদী পোস্ট অফিস মোড়ে আসা মাত্রই বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে সাইফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।
অপর দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরজন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।