- আপডেট সময় : ১০:৩৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ৯৩ বার পড়া হয়েছে
হাসপাতালে থাকতে পরীমনিকে টাকা পাঠিয়েছিল শাকিবের কোম্পানি
এবিসি ন্যাশনাল ডেস্ক নিউজ:পরীমনি এবং তার নানু যখন হাসপাতালে ছিলেন তখন নায়িকাকে বড় অঙ্কের টাকা পাঠিয়েছিল শাকিব খানের ব্যবসায়ীক প্রতিষ্ঠান রিমার্ক। শনিবার (১৩ জুলাই) কোম্পানিটির আপনজন শীর্ষক অনুষ্ঠানে এসে তাদের দায়বদ্ধতার কথা বোঝাতে গিয়ে পরীমনি এই তথ্য জানান।
বেশ কয়েক মাস আগে পরীমনি রিমার্কের শুভেচ্ছাদূত হিসেবে যোগ দেন। ওই সময় শারীরিকভাবে তিনি অসুস্থ ছিলেন। অসুস্থ ছিলেন তার নানুও।
সেই সময়ের কথা স্মরণ করে এই নায়িকা বলেন, ‘‘হসপিটালে বসে সাইনটা করলাম। এতগুলো টাকা পাঠিয়ে দিল।’’
শাকিব খানের কোম্পানি প্রান্তিক ব্যবসায়ীদের জন্য আপনজন নামের একটি প্যাকেজ এনেছে। এই প্যাকেজের আওতায় থাকা ব্যবসায়ীরা বাকিতে পণ্য নিয়ে নিজের এলাকায় বিক্রি করতে পারবেন। চুক্তি থাকা অবস্থায় কেউ মৃ’ত্যুবরণ করলে কোম্পানি তার পরিবারের পাশে দাঁড়াবে। ঋণ থাকলে মওকুফ করবে।
এই উদ্যোগের প্রশংসা করতে গিয়ে পরীমনি এসব কথা বলেন।