বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ চট্টগ্রাম বিভাগের কমিটি ঘোষনা

- আপডেট সময় : ১১:৫১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ৩২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত সংগঠন বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ এর চট্টগ্রাম বিভাগের কমিটি ঘোষণা করা হয়।
বুধবার (২৪ এপ্রিল) বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নার্গিস আক্তার নিলা এবং সাধারণ সম্পাদক মকবুল আহাম্মেদ মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উক্ত কমিটি অনুমোদন দেয়া হয়।
ফরহাদুল হাসান মোস্তফা কে সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ রহমত উল্লাহ কে সাধারণ সম্পাদক মনোনীত করে চট্টগ্রাম বিভাগের কমিটির অনুমতি প্রদান করা হয়। আগামী এক মাসের মধ্যে দায়িত্বপ্রাপ্ত নেতারা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।
বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের চট্টগ্রাম মহানগর কমিটির ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি, ইঞ্জিনিয়ার মোঃ রহমত উল্লাহ নির্বাচিত হওয়ায় কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নার্গিস আক্তার নিলা ও সাধারণ সম্পাদক মকবুল আহাম্মেদ মুকুল কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।