ব্রেকিং নিউজঃ
মানবতার জয়গানে রমনার বটমূলে বর্ষবরণ

এবিসি ন্যাশনাল নিউজ ডেস্ক
- আপডেট সময় : ১০:১২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ১২২ বার পড়া হয়েছে

মানবতার জয়গানে রমনার বটমূলে বর্ষবরণ
মানবতার জয়গানে রমনার বটমূলে বর্ষবরণ উদযাপন হয়েছে। আজ রোববার ভোরের আলো ফুটতেই রমনার বটমূলে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান।
ভোর ৬টা ১৫ মিনিটের দিকে শুরু হয় বাংলা ১৪৩১ সালকে বরণ করে নেওয়ার ছায়ানটের ঐতিহ্যবাহী আয়োজন।
ভৈরব সুরে শুরু হওয়া বর্ষবরণ অনুষ্ঠান শেষ হয়েছে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। সকাল সাড়ে ৮টার দিকে ছায়ানটের শিল্পীরা এবারের আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) সকালে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে নিজে উপস্থিত থেকে সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরে তিনি মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।