
- আপডেট সময় : ০৮:৪৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩ ৮৬ বার পড়া হয়েছে

🔤 বাংলাদেশে অনলাইন নিউজ পোর্টাল জনপ্রিয় ও শক্তি শালি গণমাধ্যমঃএবিসি ন্যাশনাল নিউজ
লায়ন জাহাঙ্গীর রাজীব রাজু, এবিসি ন্যাশনাল নিউজঃ
অনলাইন সংবাদপত্র বা নিউজ পোর্টাল গুলো “দেশি বিদেশি ও মফস্বল” এর তাৎক্ষণিক ঘটনার সংবাদ পরিবেশন করার জন্য জনপ্রিয়তার শীর্ষে – বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে।
সময়ের সাথে সাথে এগিয়ে চলছে বাংলাদেশ। স্মাট বাংলাদেশ গড়ার সারথি অনলাইন নিউজ পত্রিকা বা পোর্টাল। প্রযুক্তির আলো ছড়িয়ে পড়ছে সর্বত্র-দেশজুড়ে বিস্তৃতি লাভ করেছে দ্রুতগতির ইন্টারনেট।
আজকের সংবাদ জানতে আগামীকালের সংবাদপত্রের জন্য অপেক্ষা করার সময় নেই। যখনই ঘটনা তখনই সংবাদ – অনলাইন নিউজ পোর্টালে।
দ্রুত অগ্রসরমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন নিউজ পোর্টাল। কম খরচে এবং সহজলভ্য দ্রুতগতির ইন্টারনেটের কারণে এই মাধ্যমে উদ্যোক্তাদের আগ্রহও ক্রমশ বাড়ছে – জেলা উপজেলার প্রগতিশীল যুবসম্প্রদায় কাজ করছে অনলাইন নিউজ পত্রিকায়। গড়ে উঠেছে অন জেলা উপজেলা ভিক্তিক অনলাইন প্রেস ক্লাব।
১৯৭৪ সালে ‘নিউজ রিপোর্ট’ নামে প্রথম
যুক্তরাষ্ট্রে ইলিনয়েস স্টেট ইউনিভার্সিটি থেকে অনলাইন নিউজ পোর্টাল প্রকাশিত হয়-২০০০ সালে যুক্তরাজ্য থেকে প্রকাশিত ‘সাউথপোর্ট রিপোর্টার’ আধুনিক অনলাইন নিউজ পোর্টাল হিসেবে পরিচিতি পায়।
বিশ্বের সাথে তালমিলিয়ে ২০০৪ সালে বাংলাদেশে অনলাইন নিউজ পোর্টালের যাত্রা শুরু-দেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ২৪.কম।
২০০৯ সালের ১৯ আগস্ট যাত্রা শুরু করা শীর্ষ নিউজ।
২০১০ সালের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু বাংলানিউজটোয়েন্টিফোর.কম । এর কয়েক মাস পরেই যাত্রা শুরু করে বার্তা টুয়েন্টি ফোর ডট নেট।
নতুন সুর্য ও সম্ভাবনার বাংলাদেশে
২০১৩ সালে বেশ কিছু অনলাইন নিউজ পোর্টাল জনপ্রিয় লাভ করে-যেমন বাংলামেইল২৪.কম,
দ্য রিপোর্ট ডট কম,
পরিবর্তন ডট কম, রাইজিংবিডি.কম। তারই ধারাবাহিকতায় ২০২০ সালে যাত্রা শুরু করে এবিসি ন্যাশনাল নিউজ ২৪.কম।
করোনা পরিস্থিতি ও পরবর্তী সময়ে
অনলাইন নিউজ পোর্টালের যৌবন কাল – ধষ নামে প্রিন্ট মিডিয়ার। সময় কাল বিবেচনায় অনলাইন নিউজ পত্রিকায় যুক্ত হয়েছে বেশ কিছু জনপ্রিয় প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া।
অনলাইন পাঠকের নজর কাড়তে প্রথম আলো সহ মানবজমিন, সমকাল, কালের কণ্ঠ, ইত্তেফাক, বাংলাদেশ প্রতিদিন, দৈনিক ডেইলি স্টার, দৈনিক নয়াদিগন্ত, এনটিভি, সময় টিভি, ইন্ডিপেন্ডেন্ট ও দেশ টিভি একাত্তর টিভির মতো অনেক সংবাদ মাধ্যম অনলাইন নিউজ পত্রিকা নিয়ে কাজ করছে এবং সফল।
সোশ্যাল মিডিয়া আর নিউজ পোর্টাল এক সুত্রেগাথা!
যুব সমাজের একটা অংশ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনলাইন নিউজ পত্রিকায় কাজ করছে – ঘুনে ধরা সমাজের বিভিন্ন অসংগতি সহ সমাজ পরিবর্তনে অনলাইন নিউজ পত্রিকা ও মোজা সাংবাদিকগন কাজ করছে স্মাট বাংলাদেশ গড়ার লক্ষ্যে – সফলতা সাথে।