৮ ডিসেম্বর ভেড়ামারায় পাক-হানাদার মুক্ত দিবস পালিত

- আপডেট সময় : ০৬:৪৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ ২০৭ বার পড়া হয়েছে

এবিসি নিউজ ডেস্কঃ
শুক্রবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের উদ্যোগে পাক-হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে।
পাক-হানাদার মুক্ত দিবস উপলক্ষে র্যালি উপজেলা চত্বরের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ফারাকপুর রেলগেট সংলগ্ন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে অবস্থিত স্মৃতিসৌধ এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে মোনাজাত অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার জনাব আকাশ কুমার কুন্ডু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু।
বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব আলম জাকারিয়া টিপু, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার কর্মকর্তা (আই সি টি) আলমঙ্গীর হোসেন, কফেজান নেছা ও হাজী নেয়ামত উল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৌহিদুল ইসলাম, ভেড়ামারা উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনসার আলী, মুক্তিযোদ্ধা সুজা, সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন বাবু, মনোয়ার হোসেন মারুফ, এবিসি ন্যাশনাল নিউজ এর ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক তৌহিদ সরোয়ার, রাসেল আহমেদ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
ইতিহাস মতে, ১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাকহানাদার বাহিনীকে পরাজিত করে মিত্র বাহিনীর সহায়তায় মুক্তিযোদ্ধারা কুষ্টিয়ার ভেড়ামারাকে হানাদার মুক্ত করেন। ঔ দিন ৮ নম্বর সেক্টরের কমান্ডার মেজর আবুল মুনছুরের নেতৃত্বে জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রাশেদুল আলমের নেতৃত্বে ২ ভাগে বিভক্ত হয়ে সকাল ৭ টার সময় ভেড়ামারা ফারাকপুরে পাকহানাদার বাহিনীর সাথে সম্মুখে যুদ্ধে অবতীর্ণ হয়। প্রায় দীর্ঘ ৭ ঘণ্টা ব্যাপী যুদ্ধে ৮ জন পাক সেনা নিহত হয়। যুদ্ধের পর পরই মুক্তিযোদ্ধাদের গুলিতে প্রায় ৫০/৬০ জন বিহারী নিহত হন। এই ঘটনার সংবাদ পেয়ে ভেড়ামারায় অবস্থানরত পাকবাহিনীর অন্যান্য সদস্যদের মনোবল ভেঙ্গে যায়। তারা সন্ধ্যার দিকে হার্ডিঞ্জ ব্রিজ দিয়ে পালিয়ে ভেড়ামারা ত্যাগ করে।
উক্ত অনুষ্ঠানে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ভেড়ামারা উপজেলা মডেল মসজিদের ইমাম ফারুক আহমেদ।