২৫ মার্চ গণহত্যা দিবসে জাসদের আলোক প্রজ্বলন ও শ্রদ্ধা নিবেদন

- আপডেট সময় : ১১:৫১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ ৮ বার পড়া হয়েছে

এবিসি ডেক্স নিউজ:
গণহত্যা দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ও সহযোগী সংগঠন সমূহ যৌথভাবে আজ ২৫ মার্চ ২০২৫ মঙ্গলবার সন্ধ্যা ৬-৪৫টায় বঙ্গবন্ধু এভিনিউ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দালাল জামাত, শিবির(আইসিএস), মুসলিম লীগ, নেজামে ইসলামসহ ইসলামি দলসমূহের নেতা-কর্মীদের সমন্বয়ে গঠিত অক্সিলারি প্যারামিলিটারি রাজাকার বাহিনী, আলবদর বাহিনী, আলশামস্ বাহিনী দ্বারা বাঙালি জাতির উপর সংঘটিত বর্বরতম গণহত্যার শিকার ৩০ লক্ষ গণশহীদের স্মরনে তৈরি প্রতিকৃতিতে মাল্যদান এবং আলোক প্রজ্জ্বলন করে শ্রদ্ধা নিবেদন করে। এসময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মোহাম্মদ আনোয়ারুল হক, জাসদের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাতীয় শ্রমিক জোটের সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) সভাপতি রাশিদুল হক ননী, সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদ, জাসদ নেত্রী শিরীন শিকদার প্রমূখ।
শ্রদ্ধা নিবেদন ও আলোক প্রজ্বলন শেষে জাসদ নেতৃবৃন্দ তাদের ভাষনে বলেন, জাতির দূর্ভাগ্য মুক্তিযুদ্ধের ৫৩ বছর পরও এখন পর্যন্ত গণহত্যাকারী জামাত, শিবিরসহ ইসলামি দলগুলি তাদের জাতির সাথে নিকৃষ্ট বেঈমানি, বিশ্বাসঘাতকতা, যুদ্ধাপরাধের পক্ষে সাফাই গেয়ে চলছে। এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, জঙ্গীবাদী ছদ্মবেশ রাষ্ট্রক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে মুক্তিযুদ্ধের সকল নাম নিশানা স্মৃতি স্মারক চিহ্ন মুছে ফেলার অভিযান চালাচ্ছে। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ পুনরুদ্ধার করাই এখন দেশপ্রেমিক সকল রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রধান কর্তব্য।