২০২৪ লোকসভার নির্বাচন কে সামনে রেখে অসম রাজ্যের ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে র সাথে বৈঠকে এ আই সি সি র। ।
- আপডেট সময় : ১১:২৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩ ১৪৮ বার পড়া হয়েছে
ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। আজ ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি শ্রী মল্লিকার্জুন খাগরে এবং ভারতের জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী র সহ দলীয় নেতৃত্বের সাথে বৈঠকে মিলিত হয় অসম রাজ্যের পি সি সি র নেতৃত্ব। অসম রাজ্যের পি সি সি র সভাপতি শ্রী ভূপেন বোরা সহ অন্যান্য নেতৃত্ব উপস্তিত ছিলেন। সামনে ভারতের লোকসভার নির্বাচন। সেকারণে ভারতের পূর্ব রাজ্যে অসম থেকে ভালো ফলাফল লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চায় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি। কারণ দীর্ঘদিন ধরে এই রাজ্যের ভারতের জাতীয় কংগ্রেসের সদস্য খুব কম হওয়ায় জন্য কিছুটা পরিবর্তন চায় দলীয় নেতৃত্ব। এই রাজ্যের এম পি তরুণ গোগৈই ভালো কাজ করলেও তেমন একটা পরিবর্তন আসে নি। তাই আগামী নির্বাচনে ভালো ফলাফল যাতে হয় তার জন্য আজ সবাইকে নিয়ে বৈঠক করেন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি শ্রী মল্লিকার্জুন খাগরে।।