১৮ বছর পরে এলাকায় সাবেক এমপি সেলিম বাগেরহাটের উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই
- আপডেট সময় : ০৯:৩৫:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি
দীর্ঘ ১৮ বছর পরে বাগেরহাটে ফিরে এলাকার উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করার ঘোষনা দিয়েছেন ( বাগেরহাট -কচুয়া -২) আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম। জেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি সিলভার লাইন গ্রুপের চেয়ারম্যান এম এ এইচ সেলিম সোমবার (২৫নভেম্বর) দুপুরে বাগেরহাটে পৌঁছে নিজের পিতার নামে প্রতিষ্ঠিত বেলায়েত হোসেন ডিগ্রী কলেজে সংবর্ধনা অনষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, দীর্ঘ আঠারো বছর পর আমার নিজ এলাকা বাগেরহাটে আসতে পেরেছি আপনারা জানেন, বাগেরহাটের উন্নয়নে আমি কতটা কাজ করেছি। বিএনপি আমলে নেয়া বাগেরহাটের উন্নয়ন কাজগুলো থমকে গিয়েছিল। এখন বাগেরহাটের অসমাপ্ত কাজগুলো আপনাদের সাথে নিয়েই করতে চাই। আমি বাগেরহাটে যে উন্নয়ন করেছি তা এখনও কেউ করতে পারেনি। কোনো লুটেরা চাঁদাবাজ সন্ত্রাসী আমার পাশে স্থান পাবে না বলেও ঘোষনা করেন তিনি। হেমন্তের দুপুরে এক আনন্দঘন সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম বেলায়েত হোসেন ডিগ্রী কলেজ মাঠে সংবর্ধনা মঞ্চে পৌঁছালে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা তাকে ফুলেল শুভেচছা দিয়ে বরণ করে নেয়।
বেলায়েত হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও কচুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান শেখ নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, মেহেবুবুল হক কিশোর, সাবেক কাউন্সিলর মাহাবুবুর রহমান টুটুল, কচুয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শিকদার নুরুল আমিন, সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম সাংবাদিক হেদায়েত হোসেন লিটন প্রমুখ।