এবিসি ডেক্স নিউজ : ঢাকা।
আজ ১৭ মার্চ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মবার্ষিকী।
১৯২০ খ্রিষ্টাব্দের ১৭ই মার্চ (৩রা চৈত্র ১৩২৭ বঙ্গাব্দ) রাত ৮টায় তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের বাইগার নদী তীরবর্তী টুঙ্গিপাড়া গ্রামে একটি বাঙালি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন।
তার বাবা শেখ লুৎফর রহমান, মা সায়েরা খাতুন। চার বোন এবং দুই ভাইরের মধ্যে শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয়। আজীবন সংগ্রামী বঙ্গবন্ধু তার গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও জনগণের প্রতি অসামান্য মমত্ববোধের কারণেই পরিণত বয়সে হয়ে ওঠেন এক অবিসংবাদিত নেতা।
শেখ মুজিবুর রহমান 1942 সালে গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে ম্যাট্রিকুলেশন, 1944 সালে কলকাতার ইসলামিয়া কলেজ থেকে আইএ (দ্বাদশ শ্রেণী) এবং 1947 সালে একই কলেজ থেকে বিএ পাস করেন। 1946 সালে তিনি ইসলামিয়া কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একজন কর্মী এবং 1943 সাল থেকে সর্বভারতীয় মুসলিম লীগ কাউন্সিলের সদস্য ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্র লীগের প্রতিষ্ঠাতা সদস্য (আনুমানিক 1948), পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদকদের একজন (আনুমানিক 1949), আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (1953-1966) ), আওয়ামী লীগের সভাপতি (1966-1974), বাংলাদেশের রাষ্ট্রপতি (26 মার্চ 1971 থেকে 11 জানুয়ারি 1972 পর্যন্ত অনুপস্থিতিতে), বাংলাদেশের প্রধানমন্ত্রী (1972-24 জানুয়ারি 1975), বাংলাদেশের রাষ্ট্রপতি (25 জানুয়ারী 1975-15) আগস্ট 1975)।
একজন কর্মী হিসেবে তিনি মুসলিম লীগের সোহরাওয়ার্দী-হাশিম গোষ্ঠীর সমর্থক ছিলেন। 1946 সালের সাধারণ নির্বাচনের সময়, মুসলিম লীগ তাকে ফরিদপুর জেলায় নির্বাচন করার জন্য নির্বাচিত করে।পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্র লীগ (আনুমানিক 1948) গঠনের পিছনে প্রধান সংগঠকদের একজন ছিলেন শেখ মুজিবুর রহমান। দেশভাগের পর (1947), তিনি আইন অধ্যয়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কিন্তু এটি সম্পূর্ণ করতে অক্ষম হন, কারণ, 1949 সালের প্রথম দিকে "চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনে উসকানি দেওয়ার" অভিযোগে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। তাদের ন্যায্য দাবির প্রতি বিশ্ববিদ্যালয়ের উদাসীনতার বিরুদ্ধে।
শেখ মুজিবের সক্রিয় রাজনৈতিক জীবন শুরু হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের যুগ্ম সম্পাদক পদে (1949) একটি পদে নির্বাচনের মাধ্যমে।
রাজনৈতিক বন্দী হিসেবে তিনি তখন ফরিদপুর কারাগারে বন্দি ছিলেন। 1953 সালে, শেখ মুজিব পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন, এই পদটি তিনি 1966 সাল পর্যন্ত অধিষ্ঠিত ছিলেন যখন তিনি দলের সভাপতি হন। তাঁর রাজনৈতিক পরামর্শদাতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মতো মুজিবও দলীয় সংগঠন ও ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। দলকে সুসংগঠিত করার জন্য তিনি আতাউর রহমান খানের (১৯৫৬-৫৮) মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন এবং দলকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়ার কাজে আত্মনিয়োগ করেন। ক্যারিশম্যাটিক সংগঠক, শেখ মুজিব দলের উপর তার দৃঢ় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন।
তিনি ১০ জানুয়ারি ১৯৭২ সালে ঢাকায় আসেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের প্রথম সরকারের নেতৃত্বে ছিলেন সাড়ে তিন বছর। তার সরকারকে গোড়া থেকে শুরু করে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের অগণিত সমস্যা মোকাবেলা করতে হয়েছিল।আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার, মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্ষুধার্ত লক্ষাধিক মানুষকে খাওয়ানো এবং আরও অনেক সমস্যা তার প্রশাসনকে বিভ্রান্ত করেছিল।তার ক্যারিশম্যাটিক নেতৃত্বের কারণে বাংলাদেশ জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্বীকৃতি পেয়েছে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল অসন্তুষ্ট সেনা কর্মকর্তার হাতে নিহত হন।
Board of Directors of ABC National News : Chief Editor and Advisor-Adv Monir Uddin, Ex.Editor and Advisor-Lion Eng.Ashraful Islam, Ex.Editor-Lion Dr.Mana and Lion Palash, Acting Editor-Tawhid Sarwar, News Editor-Aftab Parvez,News Sub Editor-Pojirul Islam and
Co-Editor Siam and Neon.
Dhaka Office : 67/4,5 Chaya Neer, Shanti Bagh Dhaka 1212.