হরিপুরে সড়ক দুরঘটনায় ১ জন স্কুল ছাত্রী নিহত
- আপডেট সময় : ০৬:৫৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
মোঃ বরকতুল্লাহ
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা থেকে একটি ঢাকা গামি কোচ বীরগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিমে পাকা রাস্তার উপর আবুল কালাম মাষ্টার এর বাড়ি সামনে জহিরুল এন্টারপ্রইজ নামে নাইট কোচবাহী গাড়ির সাথে মোটরসাইকেলর মুখোমুকি সংর্ঘষে মারুফা আক্তার (৮) নামের স্কুল ছাত্রী ঘটনা স্থলে নিহত হয়।
নিহত মারুফা উপজেলার দামোল (মালিপাড়া) গ্রামের মোঃ রফিকুল ইসরামের কন্যা। ২ ভাই-বোন মামা রবিউল এর সহিত বিবাহ বাড়ি জাওয়ার বাইনা ধরে মা ও বাবা মামার সাথে পাঠাবার ইচ্ছা না থাকলেও মেয়ে এবং ছেলের কাকুতি-মিনতি দেখে মা নরম হয়ে পাঠাবার অনুমতি দেয়। মামার সাথে বাড়ি থেকে মটোর সাইকেল যোগে বিবাহ বাড়ি জাওয়ার সময় পথিমধ্যে বীরগড় পাকা রাস্তার উপরে জহিরুল এন্টারপ্রইজ এর সাথে সংর্ঘষ হয়। ঘটনা স্থানে মারুফা মারা যায়।
নিহত মারুফা উপজেলার বীরগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
এব্যারে হরিপুর থানা অফিসার ইনচার্জ এর সহিত যোগাযোগ করলে প্রতিবেদক কে যানান যে, সংশ্লিষ্ঠ থানায় কনো মামলা হয়নি। |