সুনামগঞ্জ বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র সরকার পরলোকে গমন

- আপডেট সময় : ০৮:৫৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩ ২৮০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা সুখলাইনের গ্রামের সুনামধন্য বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র সরকার চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর ।
তিনি গত বুধবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে সাথে সাথে সিলেট পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয, রবিবার তার শারীরিক অবস্থা অবনতি হলে আই সি ইউ তে ট্রান্সফার করা অবস্থায় আনুমানিক রাত ২ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সোমবার সকাল ৯ টায় সিলেট থেকে লাশ নিয়ে এসে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান দীপু রঞ্জন দাস, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, গণমাধ্যমকর্মী সহ ও এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তিনি ১ ছেলে ৪ মেয়ে নাতি নাতনী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অসংখ্য গুণগ্রাহী রেখে যান। পরে রাষ্ট্রীয় মর্যাদা শেষে সুখলাইন মহাশ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।