আমির হোসেন,
স্টাফ রিপোর্টার::
আজ মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা। হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপুজায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। সেনা, পুলিশ, র্যাব, বিজিবি এর পাশাপাশি প্রায় ২ লাখ আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করেছে দেশের বৃহত্তম আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলাও ধর্মীয় উৎসবের আমেজে মেতে ওঠেছে। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের সম্মানিত উপমহাপরিচালক জনাব মো: জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস। পরিদর্শনকালে তিনি হিন্দু ধর্মালম্বী জনগোষ্ঠীর সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "সুনামগঞ্জে ৪০০ টি পূজামণ্ডপে আনসার-ভিডিপি সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছে। রাষ্ট্রীয় সিদ্ধান্তে গত ০৬ অক্টোবর তারিখ থেকেই গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ মণ্ডপে মোতায়েন শুরু হয়। আজ থেকে সব মণ্ডপে একযোগে নিরাপত্তার দায়িত্ব পালন করছে আনসার-ভিডিপি সদস্যরা। আমরা আমাদের বাহিনীর পক্ষ থেকে সরকারকে সুন্দর একটি দূর্গাপুজা উপহার দিতে চাই৷"
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার জেলা কমান্ড্যান্ট জনাব রুবায়েত বিন সালাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব তোফায়েল আহমেদ, উপজেলা প্রশিক্ষক মাহবুবুর রশিদসহ প্রমুখ।
Board of Directors of ABC National News : Chief Editor and Advisor-Adv Monir Uddin, Ex.Editor and Advisor-Lion Eng.Ashraful Islam, Ex.Editor-Lion Dr.Mana and Lion Palash, Acting Editor-Tawhid Sarwar, News Editor-Aftab Parvez,News Sub Editor-Pojirul Islam and
Co-Editor Siam and Neon.
Dhaka Office : 67/4,5 Chaya Neer, Shanti Bagh Dhaka 1212.
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার