সিলেট বিভাগীয় প্রেসক্লাব’র নির্বাচন সম্পন্ন । সহ-সভাপতি নির্বাচিত হলেন- সাংবাদিক আব্দুস সালাম।
- আপডেট সময় : ১২:৩৮:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২ ২৭১ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ প্রতিনিধি :
বিপুল উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর ত্রি-বার্ষিক নির্বাচন।
২০১৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর অদ্য ১৯ অক্টোবর ২০২২ইং তারিখে (২০২২-২০২৫) ইং সনের ত্রি-বার্ষিক এ নির্বাচন সিলেট বিভাগীয় প্রেসক্লাবের গার্ডেন টাওয়ার নীচ তলার কার্যালয়ে সকাল ৯.০০ ঘটিকা থেকে ক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে শুরু হয়ে বিকাল ০৩:০০ ঘটিকায় ভোট প্রদান সম্পন্ন হয়।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আঞ্চলিক তথ্য অফিস সিলেট (পিআইডি)র সহকারী অফিসার মোঃ মাসুদ পারভেজ এবং সহকারী হিসেবে ছিলেন তানভির আহমেদ সিদ্দিকী। অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ এ নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, একুশে টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মো: আব্দুস সালাম।
৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিতে সিলেট-সুনামগঞ্জ-মৌলভীবাজার ও হবিগঞ্জের সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে সিলেট বিভাগীয় প্রেসক্লাব।