সাহিত্য সাময়িকী রূপান্তরের মোড়ক উন্মোচন
- আপডেট সময় : ১০:২০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ ৩৭৮ বার পড়া হয়েছে
সুলতানা আক্তার
ফরিদপুর জেলা প্রতিনিধি
‘সোনার মানুষ ,সোনার দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ’ এই শ্লোগানকে ধারন করে সাম্প্রতি প্রকাশিত সৃজনশীল সাহিত্য সাময়িকী ‘রূপান্তর’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
গতকাল ২৪ নভেম্বর শিক্ষার্থীদের আত্মোন্নয়নমূলক সংগঠন গোল্ডেন স্টুডেন্টস এর আয়োজনে ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শিশু একাডেমি অডিটোরিয়ামে ক্যারিয়ার গাইডলাইন সেমিনার, ‘রূপান্তর’ সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন, গোল্ডেন পাবলিকেশনের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পদক প্রাপ্ত সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরার সম্মানিত বর্তমান অধ্যক্ষ প্রফেসর রেজভী জামান। প্রধান বক্তা ও প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষার্থী সমাজের অনুপ্রেরণা ও আলোচিত সফল শিক্ষার্থী জনাব মো:পিরু মোল্লা, সহকারী মহা হিসাবরক্ষক, বিসিএস (অডিট এন্ড একাউন্টস)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্ডেন স্টুডেন্টস এর উপদেষ্টা জনাব এবিএম শাহজাহান মিয়া , প্রভাষক, সরকারী ইয়াসিন কলেজ, ফরিদপুর ও মোহাম্মদ অংকন, কবি ও কথা সাহিত্যিক,ঢাকা, এস এম নুর ইসলাম, সম্পাদক ‘রূপান্তর’ সাহিত্য সাময়িকী এবং প্রসেনজিৎ পাল, সভাপতি, সঙ থিয়েটার ও প্রশিক্ষক, জেলা শিল্পকলা একাডেমি, ফরিদপুর।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব বিভাষ দাস, সভাপতি, গোল্ডেন স্টুডেন্টস।
কৃতি শিক্ষার্থী হিসেবে উপস্থিত ছিলেন – আরিফা গুলশান, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, বোয়ালমারি সরকারি কলেজ , ফরিদপুর, নাঈম আহমেদ, বিসিএস কৃষি সহকারী পরিচালক (কৃষি – বিপণন কর্মকর্তা), মো:জাকির হোসেন ( ইন্সট্রাক্টর – ইংরেজি( টি এস পি), ৪০ তম বিসিএস নন-ক্যাডার। জাহিদুল হক তমাল (ইন্সট্রাক্টর (টেক ইলেকট্রনিক্স), ৪০ তম বিসিএস নন ক্যাডার। ওবায়দা ইয়াসমিন (প্রধান শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪০ তম বিসিএস নন-ক্যাডার।
এম এ শাকুর মহিলা কলেজের প্রিন্সিপাল জনাব সুপ্রিয়া দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিথি বৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর রেজভী জামান বলেন- মানুষ আজ টাকার পিছনে ছুটতে গিয়ে মনুষ্যত্ব হারিয়ে ফেলছে। সোনার মানুষ তৈরী হলে টাকা তোমাদের পিছনে ছুটবে। আর সোনার মানুষ হতে এই “রূপান্তর” গাইড লাইন হিসেবে কাজ করবে। পজিটিভ মনোভাব, পজিটিভ চিন্তা ভাবনা করতে শেখাবে। মনুষ্যত্ব বোধকে জাগ্রত করে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই রূপান্তরের সৃষ্টি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব এবিএম শাহজাহান মিয়া বলেন, গোল্ডেন স্টুডেন্টস মানুষকে সাধারণ থেকে অসাধারণে রূপান্তর করে।প্রধান বক্তা জনাব মো:পিরু মোল্লা তার সফলতার গল্প তুলে ধরেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে। এবং রূপান্তর সম্পর্কে মন্তব্য করে তিনি বলেন, রূপান্তর একটি বৈকল্পিক দর্শনের নাম। আপনাদের সোনার মানুষ হতে হলে রূপান্তর পড়তে হবে।
রূপান্তর ম্যাগাজিনের সম্পাদক জনাব এস এম নুর ইসলাম বলেন -গোল্ডেন স্টুডেন্ট বিভিন্ন সৃজনশীল কার্যক্রমের মধ্যদিয়ে লেখক এবং সম্পাদক তৈরি করে। এই সংগঠন মানুষ কে স্বাপ্নিক মানুষে রূপান্তর করার মাধ্যমে দূরদর্শিতার অনুশীলন করতে শেখায় এবং দেশ প্রেম ও দেশের প্রতি মমত্ববোধ জাগ্রত করে। সুতরাং নিজেকে সমৃদ্ধ করতে হলে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হলে যোগ্যতা, দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধি করে দেশের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে চাইলে আপনাকেও গোল্ডেন স্টুডেন্ট হতে হবে।
এস এম নূর ইসলাম আরও বলেন রূপান্তরকে যদি আমরা আন্তরিকতার সাথে গ্রহণ করতে পারি, এই রূপান্তর কে যদি আমরা ধারণ করতে পারি, রুপান্তরের নির্যাসটুকু যদি আমরা নিতে পারি তাহলেই একদিন রূপান্তরিত হবে ‘সোনার মানুষ সোনার দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ ।’
আমি সুলতানা আক্তার নিজেকে রূপান্তরিত করতে রূপান্তর সংগ্রহ করেছি আপনিও চাইলে সংগ্রহ করতে পারেন। প্রাপ্তিস্থান :বই জগত, ফরিদপুর। ০১৭১১১৫৩০৯২/ ০১৭১৯৩৫৭২৮৩
অনলাইন পরিবেশক www.rokomari.com