সাভারে পেট্রোল ঢেলে বাসে আগুন:দুই বিএনপি কর্মী আটক

- আপডেট সময় : ০৮:০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ২০৩ বার পড়া হয়েছে

মিরু হাসান, স্টাফ রিপোর্টার
সাভারে ঢাকা আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় পার্কিংয়ে থাকা একটি দূরপাল্লার বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি ঢাকা গাইবান্ধা চলাচল করতো। ঘটনায় ২ জন বিএনপির কর্মীকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। বুধবার ভোর ৬টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর মধুমতি মডেল টাউনের সামনে এই ঘটনা ঘটে।ঢাকা টু গাইবান্ধা চলাচল কারি ঢাকা মেট্রো-ব-১২-১৩০৩ রিমি পরিবহন। আটকরা হলেন- আব্দুল আলীম ও সোহেল।
তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, আমরা স্পট থেকে দুইজনকে আটক করেছি।
গাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। তারা বিএনপির কর্মী বলে জানা গেছে। অগ্নিসংযোগের বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: নুরুল ইসলাম বলেন, সকাল ৬ টা ১৫ মিনিটের দিকে বাসটিতে আগুন লাগার খবর পাই। পরে আমরা তিনটি ইউনিট গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি।
বাসটি ঢাকা-থেকে গাইবান্ধা চলাচল করতো৷ এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, ভোর ৬ টার সময় বাসে অগ্নিসংযোগের খবর জানায় স্থানীয়রা। পরে দ্রুত আমাদের তিনটি ফায়ার ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। ততক্ষণে পুরো বাসটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।