সান্তাহারে ২৫৬ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার-১

- আপডেট সময় : ০৮:১৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ ১৪৪ বার পড়া হয়েছে

মিরু হাসান, স্টাফ রিপোর্টার
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন ষ্টেশনে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ২৫৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাসুদুর রহমান (৩৫) নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। গ্রেফতারকৃত মাসুদুর রহমান যশোহর সদর উপজেলার রায়পুরা চাঁচড়া এলাকার বেলাল হোসেনের ছেলে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ভিতরে মাদক যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার রেলওয়ে থানা পুলিশের একটি দল ওই ট্রেনে তল্লাশি চালিয়ে। ওই ট্রেনের একটি কামড়া থেকে গোপন স্থানে লুকানো থাকা ২৫৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ ।এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মাসুদুর রহমান (৩৫) নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, এ ঘটনায় রেলওয়ে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে । গ্রেপ্তার মাসুদুরকে মঙ্গলবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে ।