ব্রেকিং নিউজঃ
সাংবাদিকের কলম, সমাজের বিবেক

সম্পাদকীয় : এবিসি ন্যাশনাল নিউজ ।
- আপডেট সময় : ১২:১৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ১৪ বার পড়া হয়েছে

সম্পাদকীয় : এবিসি ন্যাশনাল নিউজ ।
যখন আপনি দুর্নীতির মুখোমুখি হন,
যখন অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বলে না—
সাংবাদিক তখন সত্যের পক্ষে কলম ধরে।
এই কলমের সাহসেই উন্মোচিত হয় কালো অধ্যায়,
জাগে ঘুমিয়ে থাকা বিবেক, কাঁপে দুর্নীতির ভিত।
সাংবাদিক সমাজ কেবল খবর লেখে না—
তারা জাতির নৈতিক দিকনির্দেশক,
সমাজের চোখ ও কণ্ঠস্বর।
তাই সাংবাদিককে স্তব্ধ করা মানে—
সত্যকে রুদ্ধ করা, সমাজকে অন্ধ করা।
কণ্ঠরোধ নয়,
সাংবাদিকতা ও পত্রিকার স্বাধীনতাকে করুন সম্মান।
কারণ একটি স্বাধীন কলম পারে পুরো সমাজকে জাগিয়ে তুলতে।
সাংবাদিকেরা শুধু খবর দেয় না—তারা অন্যায়ের বিরুদ্ধে আপনার প্রথম ও শেষ আশ্রয়-সাংবাদিকের কলম, সমাজের বিবেক (The pen of a journalist is the conscience of society).