সফল সংগঠক ও সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন মোঃ তৌহিদ সরোয়ার চপল
- আপডেট সময় : ১২:২০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ ৩২৮ বার পড়া হয়েছে
বিভিন্ন সংগঠনের নেতৃত্বের সাফল্য ও সাহসী সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পুরস্কারে ভূষিত হলেন কুষ্টিয়া ভেড়ামারার সন্তান তরুন সাংবাদিক মোঃ তৌহিদ সরোয়ার চপল।
গত ২০ মার্চ (সোমবার) যশোরের নওয়াপাড়ার বিখ্যাত আকিজ সিটি দরবার হলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকতা ও সংগঠনের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মাননায় ভূষিত হন।
তার হাতে সম্মাননা তুলে দেন প্রখ্যাত সাংবাদিক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক, মহাসচিব মোঃ সুমন সরদার, ভাইস চেয়ারম্যান আনিসুর রহমানসহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দরা।
দীর্ঘ ০৬ বছর ধরে কুষ্টিয়ার ভেড়ামারায় সাংবাদিকতার সাথে সম্পৃক্ত। বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃত্বের সাফল্যের পাশাপাশি সাহসী সাংবাদিক এবং স্পষ্টভাষী সাংবাদিক হিসেবেও বেশ আলোচনায় রয়েছে সে।
সাংবাদিক ও সংগঠক হিসেবে এই সম্মাননা তাকে আগামী দিনে আরো নির্ভীকভাবে সাংবাদিকতা ও সংগঠনের নেতৃত্ব চালিয়ে যাবার প্রেরণা দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এই প্রাপ্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘ভাল কাজ ও সাফল্যের যে কোনো প্রাপ্তিই আনন্দের’। সম্মাননা পুরস্কার পেয়ে বেশ ভালো লাগছে। আমি সাংবাদিকতা ও বিভিন্ন সংগঠনে কাজ করি, কোনো কিছু পাওয়ার আশা থেকে নয়। পাঠকের জন্য ও সমাজের অবহেলিত সাধারণ মানুষের জন্য। আমি মনে করি এটি জনসেবামূলক কাজ।
তিনি আরো বলেন, স্বীকৃতি পেলে কাজের গতি বাড়ে। সেটা আমার ক্ষেত্রেও হয়েছে। এ জন্য আমি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতি কৃতজ্ঞ। আগামীতে যেন আরও ভালো কিছু করতে পারি সকলের কাছে এই দোয়া চাই।