সকল ফিলিস্তিনিদের মুক্তির পর ইসরায়েলি সেনাদের ছাড়া হবে

- আপডেট সময় : ০৮:২৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ২৬৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের কারাগারে আটক সমস্ত ফিলিস্তিনি বন্দি মুক্ত না হওয়া পর্যন্ত যুদ্ধবন্দি ইসরায়েলি সেনাদের মুক্তি দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী ইসলামি জিহাদ আন্দোলন।
ইসরায়েলের সাথে চার দিনের যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে সে সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে একথা বলেছে জিহাদ আন্দোলন।
বুধবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, হামাস এবং ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় ও গাজায় যুদ্ধ থামানোর জন্য কঠোর প্রচেষ্টা এবং দীর্ঘ আলোচনার পর ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিটি সই হয়েছে। তবে এখনই বন্দি ইসরায়েলি সেনারা প্রতিরোধ যোদ্ধাদের হাত থেকে মুক্তি পাবে না।
এ চুক্তি সম্পর্কে হামাস বলেছে, কাতার ও মিশরের মধ্যস্থতায় চারদিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তারা। এর ফলে গাজার জনগণের দুর্ভোগ কিছুটা কমবে বলে আশা করছে হামাস। -ওয়াশিংটন পোস্ট, আল জাজিরা