শ্যামনগরে গ্রাম পুলিশ আব্দুর রহিমের বিরুদ্ধে লাঠি দিয়ে শিশু পিটানোর অভিযোগ

- আপডেট সময় : ০৮:৪০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ২৫৮ বার পড়া হয়েছে

রাসেল কবির
স্টাফ রিপোর্টার,সাতক্ষীরা।
শ্যামনগর উপজেলা সদরের দাতপুর গ্রামের গ্রাম পুলিশের আব্দুর রহিমের বিরুদ্ধে স্কুল শিক্ষার্থীদের লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থীরা শ্যামনগর হাসপাতালে চিকিৎশাধীন আছেন। এ ঘটনায় সুষ্ঠ বিচারের জন্যে ইউপি চেয়ারম্যান বরাবর অভিযোগ করেছে তাদের অভিভাবকরা।
আহত শিক্ষার্থীরা শ্যামনগর সদর ইউনিয়ানের দাতপুর গ্রামের মোঃ আমজাদ হোসেনের দুই ছেলে ১০ম শ্রেনীর ছাত্র মোজাহিদ হোসেন ও ৯ম শ্রেনীর ছাত্র আলীফ। (১৬ জানুয়ারী) নকিপুর গ্রামের মাছুমবিল্লাহর ছেলে ৯ম শ্রেনীর ছাত্র মাহিন, লালুর ছেলে ৮ম শ্রেণীর ছাত্র শাওন আমাজাদের বাড়ির সামনে খেলা করছিল। পাশাপাশি বাড়ি হওয়ায় দাতপুর গ্রামের গ্রাম পুলিশ রহিম ও তার ছেলে হাসান(২৭) তাদেরকে ডেকে নিয়ে কোন কারণ ছাড়াই নির্দয় ভাবে পিটিয়ে আহত করে। গ্রাম পুলিশ আব্দুর রহিমের বিরুদ্ধে।
এলাকার মানুষের সাথে খারাপ ব্যাবহার সহ ক্ষমতার অপব্যাবহার ও অন্যায় কর্মকান্ড ঘটানোর অভিযোগের কারণে ২ বছর চাকুরি থেকে সময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল বলে জানাযায়। এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। রহিম চৌকিদারের এধারনের অত্যাচার ও নির্যাতন থেকে রক্ষা পেতে এলাকাবাসির পক্ষে সুষ্ঠ বিচারের দাবিতে সদর ইউপি চেয়ারম্যান বরাবর অভিযোগ করেন। এ বিষয় গ্রাম পুলিশ আব্দুর রহিম শিক্ষার্থীদের মারার কথা অস্বীকার করেন।