শারদীয়া দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দর ভাবে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তূতমূলক সভায় হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি

- আপডেট সময় : ০২:৪৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ ১৬৬ বার পড়া হয়েছে

ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি:-
জাতীয় সংসদ’র হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়ে রাখতে অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গঠনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আছে বলেই সেটা সম্ভব হচ্ছে।শারদীয়া দুর্গোৎসব এলেই বাঙালি জাতিকে একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধ জাগায় এবং পুরাতন ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়।তবুও এ সময়ে কিছু কিছু দুষ্ট প্রকৃতির লোক এই সম্প্রীতি বিনষ্ট ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে মন্দিরে হামলা চালিয়ে মূর্তি ভাংচুর করে। তাই অন্তত: শুধু প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর পরে ভর না করে পুঁজাকালিন সময়ে কোন মন্দির অরক্ষিত না রেখে মন্দির কমিটির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকেও পাহারায় থাকতে হবে।তিনি গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয়া দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে মন্দির কমিটির নিকট সরকারি অনুদান বিতরণ ও আইন-শৃংঙ্খলা বিষয়ক এক প্রস্তূতি মূলক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।স্হানীয় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম’র সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) এম আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, ভাইস-চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শওকত কবির, বীরমুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ পলাশ কুমার দাশ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, কৃষি অফিসার কৃষিবিদ আবু বক্কর সিদ্দিক, স।স্বাস্হ্য কর্মকর্তা ডা: মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমদাদুল হক,যুব উন্নয়ন কর্মকর্তা আবুবকর মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, সমবায় কর্মকর্তা জান্নাতুন-নেছা, হরিনটানা থানা প্রতিনিধি সেকেন্ড অফিসার দ্বৈপায়ন মন্ডল , প্রাথমিক শিক্ষা অফিসার জিএম আলমগীর কবির, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার, পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান বিধান রায়, সাধারণ সম্পাদক অনুপম বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অবঃ অধ্যাপক মনোরঞ্জন মন্ডল, ইউপি চেয়ারম্যান যথাক্রমে জাকির হোসেন লিটু, জিএম মিলন গোলদার , ওবায়দুল শেখ,আসলাম হালদার, সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক চিরঞ্জীব মল্লিক, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ধীমান মন্ডল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা সহ-সভাপতি ও উপজেলা সম্পাদক বিউটি পাল, আ’লীগ নেতা রাজ কুমার রায়, অধ্যাপক সুকুমার মল্লিক,বিভিন্ন পূজা কমিটির মধ্যে বিপ্লব মল্লিক, মানিক কুন্ডু,প্রসাদ টিকাদার, গোপাল রায় সহ উপজেলার ১০০ টি দুর্গা মন্দিরে পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং গণমাধ্যমের কর্মীবৃন্দ ।