আতিকুর রহমান,ঢাকাঃ
ফ্যাসিস্ট আওয়ামী রেজিমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নামতে হবে মন্তব্য বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, শহীদ নুর হোসেন গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের জীবন্ত কিংবদন্তি মহানায়ক। তার আত্মত্যাগ যুগে যুগে গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামে প্রেরণা যোগাবে। তাঁর দৃষ্টান্ত অনুসরণ করে বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশ নিশ্চিত করতে হবে। আর এজন্য আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।
তিনি আরো বলেন, নুর হোসেনের সেই আত্মদানকে আমরা বৃথা যেতে দিতে পারিনা। নব্বইয়ে অর্জিত গণতন্ত্রের পথচলাকে আবারো বাধাগ্রস্ত করা হয়েছে। গণতন্ত্র ও নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে মাস্তানতন্ত্র কায়েম করা হয়েছিল। জুলাই আগষ্টের অভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর মানুষ নতুন করে স্বপ্ন দেখছে। গণতন্ত্র ও নির্বাচনের পথে সকল বাধা দুর করে মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। নুর হোসেনের মতো সাহসিকতা নিয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি (রবিবার) দুপুরে জিরো পয়েন্টে শহীদ নুর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন।
এসময় লেবার পার্টির মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, ছাত্র মিশন কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ মিলন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুন, মহানগর সহ সভাপতি এনামুল হক, যাত্রাবাড়ি থানা যুগ্ম আহবায়ক জুয়েল মাহমুদ, কোতোয়ালি থানা সাধারণ সম্পাদক মোঃ জীবন হোসেন, পল্টন থানা সাধারণ সম্পাদক খন্দকার মোঃ সুমন সহ বিপুলসংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
Board of Directors of ABC National News : Chief Editor and Advisor-Adv Monir Uddin, Ex.Editor and Advisor-Lion Eng.Ashraful Islam, Ex.Editor-Lion Dr.Mana and Lion Palash, Acting Editor-Tawhid Sarwar, News Editor-Aftab Parvez,News Sub Editor-Pojirul Islam and
Co-Editor Siam and Neon.
Dhaka Office : 67/4,5 Chaya Neer, Shanti Bagh Dhaka 1212.
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার