লালমনিরহাটের ভেলাবাড়িতে ছাত্রকল্যাণ সংঘ’র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
- আপডেট সময় : ০৯:৪৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
মিজানুর রহমান মিলন
বিশেষ প্রতিনিধি।।
লালমনিরহাট জেলাধীন আদিতমারী উপজেলার ভেলাবাড়িতে অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে ভেলাবাড়ী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় কম্বল বিতরণ করেন ‘ভেলাবাড়ী ছাত্রকল্যাণ সংঘ। বুয়েট বিভাগ,অধ্যক্ষ,কেমিক্যাল ইন্জিনিয়ারিং ড.আলী আহমেদ শওকত চৌধুরী’র
প্রধান পৃষ্ঠপোষকতায় ও সংগঠনের সকল উপদেষ্টাদের সহযোগিতায় গ্রামবাসীর মাঝে আদিতমারী উপজেলা লালমনিরহাট, ভেলাবাড়ী ছাত্রকল্যাণ সংঘ এর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে ভেলাবাড়ী ছাত্রকল্যাণ সংঘের সভাপতি মোতালেব হোসেন এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেলাবাড়ী ছাত্রকল্যাণ সংঘ’র উপদেষ্টা ও শিক্ষক গোলাম কিবরিয়া রিপন।
সংগঠনের পক্ষে আরো উপস্থিত ছিলেন, ভেলাবাড়ী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রোকসানা আক্তার, সংগঠনের সম্পাদক (ই.বি) আল আমিন ইসলাম ও সাবেক সভাপতি রাধানাথ রায়, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমসহ সংগঠন সাবেক সভাপতি,সহসভাপতি, সম্পাদকসহ কমিটির সকলেই সেসময় উপস্থিত ছিলেন।
সংগঠনের উপদেষ্টা গোলাম কিবরিয়া রিপন বলেন, মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা। ২০০৪ থেকে সকলকে নিয়ে এই সংগঠন পথচলছে। অসহায়, দুস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দেশের ক্লান্তি কালে বন্যার্তদের মাঝে সাহায্য পৌছে দিয়েছে। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশেন দাঁড়ান।