মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
আইনগত সহায়তা কার্যক্রমকে গতিশীল এবং অসহায় মানুষদের আইনগত সেবা নিশ্চিত করার লক্ষ্যে লাইট হাউজ এর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫নভেম্বর) লাইট হাউজ দি ইউএসএআইডি আইন সহায়তা এ্যাকটিভিটি প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে সরকারি আইন সহায়তা বিষয়ক অবহিত করণের লক্ষ্যে এ প্রকল্প পরিচিতি সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমান।
জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ বেগম রুখশানা খানম এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ হায়দার খোন্দকার, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মোঃ আবু তালেব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাড. মো. আবদুল ওদুদ, জিপি এ্যাড. মো. মোসাদ্দেক হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাড. মো. রবিউল হক দোলন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সোলায়মান বিশু ও সাধারণ সম্পাদক এ্যাড. একরামুল হক পিন্টু।
সভায় আরো উপস্থিত ছিলেন লাইট হাউজের উপ-পরিচালক সাদিক আল হায়াত, আইন সহায়তা এ্যাকটিভিটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ সিদ্দিকুল আলম মামুন, প্রকল্প কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন।
সভায় লাইট হাউজের আইন সহায়তা এ্যাকটিভিটি প্রকল্পের পরিচিতি ও কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয় লাইট হাউজ চাঁপাইনবাবগঞ্জসহ রাজশাহী বিভাগের ০৪টি জেলায় এই কার্যক্রম বাস্তবায়ন করছে এবং অসহায় দরিদ্র বিচার প্রার্থীদের বিশেষ করে নারী-শিশু, আদিবাসী, চরাঞ্চল ও দুর্গম এলাকায় বসবাসকারী জনগণের বিচারিক সেবা প্রাপ্তি নিশ্চিত করণের জন্য কাজ করছে।
এছাড়াও লাইট হাউজ জনগণের মাঝে সরকারি খরচে লিগ্যাল এইড এর বিভিন্ন সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। প্রকল্প পরিচিতি সভায় উপস্থিত অংশগ্রহনকারীদের নিজ নিজ অবস্থান হতে সরকারি আইনগত সহায়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং লাইট হাউজের কার্যক্রমে সহযোগিতার আহবান জানানো হয়।
Board of Directors of ABC National News : Chief Editor and Advisor-Adv Monir Uddin, Ex.Editor and Advisor-Lion Eng.Ashraful Islam, Ex.Editor-Lion Dr.Mana and Lion Palash, Acting Editor-Tawhid Sarwar, News Editor-Aftab Parvez,News Sub Editor-Pojirul Islam and
Co-Editor Siam and Neon.
Dhaka Office : 67/4,5 Chaya Neer, Shanti Bagh Dhaka 1212.
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার