রূপসায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত
- আপডেট সময় : ১১:৫২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ
সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে খুলনা জেলার রূপসা উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ী বৃন্দ আয়োজিত জাতীয় ৫৩ তম সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা আজ ২ নভেম্বর সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শোভাযাত্রাটি রূপসা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে শেষ হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফরিদ শেখের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম চক্রবর্তী, রূপসা ইউসিসিএ চেয়ারম্যান গোপাল চন্দ্র মন্ডল, রূপসা থানা এসআই মোঃ ফজলুল হক জাহিদ। শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, মোঃ রবিউল ইসলাম, আবুল কালাম মহিউদ্দিন, আলাইপুর আজিজা আক্তার, রউফ শিকদার, বাবর আলী। অনুষ্ঠানে রূপসা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন সাংবাদিক বেনজীর হোসেন, মহিদুল শেখ, আকরাম হোসেন, ইউসুফ শেখ, মুজিবর রহমান, ইন্দ্রজিত বিশ্বাস, জীবন কুমার কুন্ডু, মিলন শীল, সুব্রত পাল, বিষ্ণু পাল, অভিজিৎ বিশ্বাস, আল মামুন কোরেশী, ভারতী রানী দে প্রমূখ।