ব্রেকিং নিউজঃ
রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে সুফল ভোগীদের মাঝে সামগ্ৰী বিতরণ।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:১২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩ ১৬০ বার পড়া হয়েছে
উচ্চপ্রু মারমা রাঙ্গামাটি
রাজস্থলী উপজেলা সিপিপি পিএইপি-২ প্রকল্প কারিতাস অফিসের উদ্দ্যোগে উপকার ভোগীদের মাঝে সামগ্ৰী বিতরণ করা হয়েছে। ১৫ জানুয়ারি রবিবার সকালে কারিতাস অফিসের সামনে উপকার ভোগী ২১টি পরিবারকে পশুপালন সুফল ভোগীদের মাঝে চাহিদা অনুসারে ৮টি শুকর,১৩টি ছাগল,৪২টি দেশি মুরগী, সবজি বীজ ও ভার্মীকম্পোষ্ট উপকরণ বিতরণ করা হয়। বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,অংনুচিং মার্মা,কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন দায়িত্ব প্রাপ্ত মাঠ সহায়কগন ও বিভিন্ন পাড়ার সুফলভোগী বৃন্দ।