রাজশাহী-২ সদর আসনে মনোনয়নপত্র জমা দিলেন জাসদের দলীয় প্রার্থী আব্দুল্লাহ আল মাসুদ শিবলী

- আপডেট সময় : ০৪:১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ২৮৯ বার পড়া হয়েছে

এবিসি ন্যাশনাল নিউজঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৪ দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ রাজশাহী মহানগর সভাপতি,রাজশাহী কলেজের নির্বাচিত সাবেক জি এস আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী।
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১ টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়ন পএ জমা দেওয়ার সময়, জেলা প্রশাসকের কক্ষে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জাসদের সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু, জাতীয় শ্রমিক জোটের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি দ্বিজেন্দ্রনাথ সিংহ, রাজশাহী জেলা শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মোঃ শরাফত উল্লাহ, মহানগর জাসদের সহ সভাপতি শাহরিয়ার রহমান সন্দেশ, আশারাফুল ওমর দুলাল, মহানগর জাসদের কোষাধ্যক্ষ আশরাফুল আলম সিদ্দিক, মহানগর জাসদের দপ্তর সম্পাদক গাজী আলমগীর কবির, যুবজোটের মহানগর সাধারণ সম্পাদক সুমন চৌধুরী,মহানগর জাসদের সহ সম্পাদক পাভেল ইসলাম মিমুল, ছাত্রলীগ মহানগর সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন সোহাগ প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন জাসদের সিনিয়র নেতা প্রতুল কান্তি ভট্টাচার্য্য, জেলা জাসদের নেতা সামসুজ্জামান সামসু, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন বাহার, কৃষি বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন রাসেল, সংখ্যালঘু
আদিবাসী বিষয়ক সম্পাদক মানিক কুমার সরকার, জনসংযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ জোহেব রনি, সহ সম্পাদক শামসুল ইসলাম, সদস্য ফয়সাল রহমান রানা, সাবেক ছাত্রনেতা জুয়েল খান, সাবেক ছাত্রনেতা আজাদী মুজাহিদ রনবীর, আবু সাঈদ, মোঃ হানিফ মহানগর ছাত্রলীগ সভাপতি হিমেল আহমেদ সহ জাসদের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজশাহী মহানগর জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী বলেন, এ আসনে ১৪ দলীয় জোটের অন্যতম শরীক দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি এবং এরই মধ্যে আমাদের দল এবং জোটমিত্র আওয়ামী লীগ সহ অন্যান্য দলের পক্ষ থেকে জোটবদ্ধ ভাবে নির্বাচন করার বিষয়ে নির্বাচন কমিশনকে অবগত করা হয়েছে। ১৪দলীয় জোট একত্রে নির্বাচন করলে এই আসন থেকে জোটের প্রার্থী নির্বাচিত হওয়ার বিষয়ে আমি শতভাগ আশাবাদী, এই আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত হলে আমি জনসম্পৃক্ততা বাড়িয়ে তাঁদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাব।
তিনি আরও বলেন, বিএনপি এবং জামায়াত নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র করছে-তা প্রতিহত করার জন্য জাসদ যেমন রাজপথে আছে, ঠিক তেমন সংবিধান অনুযায়ী বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে, তার প্রতি সম্মান জানিয়ে নির্বাচনি যে প্রক্রিয়া তার মধ্যেও আছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ করা হবে ১৮ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।